পছন্দ না হলে বিল ফেরত পাঠান, রাজ্যপাল বোসকে স্পষ্ট বার্তা মমতার

পছন্দ না হলে বিল ফেরত পাঠান, রাজ্যপাল বোসকে স্পষ্ট বার্তা মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পছন্দ না হলে বিল ফেরত পাঠান, রাজ্যপাল বোসকে স্পষ্ট বার্তা মমতার,আচার্য বিল নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। উপাচার্যদের ডেকে পাঠানো নিয়ে সোমবার ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আচার্য বিল ফেরত পাঠান, এদিন সাংবাদিক সম্মেলনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আচার্যের চেয়ারটা সম্মানের। তবে ডিপার্টমেন্ট কিন্তু উচ্চশিক্ষা দফতর চালায়। আমিও কখনও ইন্টারফেয়ার করি না। আমিও একথা বলতে পারি না, আমার কথা না শুনলে ব্যবস্থা নেব। আমরা যেন সকলে মনে রাখি আমাদের একটা লিমিটেশন আছে। আমি মনে করি রাজ্যপালকে কেউ হয়ত ভুল বোঝাচ্ছে। আমি তাঁকে বলব, আপনি আচার্য, আমরা আইনও করেছিলাম।” একইসঙ্গে হয় বিল সমর্থন করুন, নাহলে তা ফেরত পাঠান বলেও এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

 

উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবনে বিল পাঠানো প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ওনাকে বলব আপনি চান্সেলার, আমরা আইনও করেছিলাম। কিন্তু এখন ৪২টা হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে আমাদেরও। তা নিয়ে বিধানসভায় নিয়মটা পাশও করে রাজ্যপালকে পাঠানো হয়। হয় উনি সেই বিল ফেরত পাঠাবেন কিংবা সমর্থন করবেন। উনি ফেরতও পাঠাননি সাপোর্টও করেননি। আমি ওনাকে বলব যদি ওনার বিলটা পছন্দ না হয় বিলটা ফেরত পাঠান। যাতে আমরা আবার বিধানসভায় পাশ করাতে পারি। অনেক বিধানসভা এটাকে পাশও করেছে।”

 

 

 

 

আরও পড়ুন – বর্শায় এফোঁড়-ওফোঁড় গলা, পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে সুস্থ যুবক

 

 

 

 

 

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যখন এই আইন হয় তখন রাজ্যে ১২টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন সেই সংখ্যা ৪২ হয়েছে। তবে আইনে কোনও বদল আসেনি। মমতার কথায়, “এখন তো একই নিয়ম চলতে পারে না। তখন হাতেগোনা বিশ্ববিদ্যালয় ছিল। এখন অনেক। এখন উনি যদি বলেন সাতদিনের মধ্যে নির্দেশ দিতে হবে, না হলে ব্যবস্থা নেব! উপাচার্যরা পরীক্ষা নেবেন, ক্লাস করাবেন নাকি ওনার সঙ্গে গিয়ে হিসাব দেবেন। হিসাব রাজ্য় সরকারকে দিতে হয়। আমরা বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে চলার পক্ষে। আমি মনে করি।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top