নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ৩রা ডিসেম্বর :সাত সকালে প্লাস্টিক মোড়া রহস্যময় বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল মুর্শিদাবাদের বহরমপুরের কাশিমবাজার ১৩৪ নাম্বা রেল গেট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জি আর পি. আর পি এফ ও বহরমপুর থানার পুলিশ।
সোমবারের ব্যস্ত সকাল, আর এই ব্যস্ত সময়ে কাশীমবাজার স্টেশন সংলগ্ন এলাকায় প্লাস্টিক মোড়া রহস্যময় 3 টি বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভীড় জমান বহু মানুষ, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌচ্ছায় জি আর পি. আর পি এফ ও বহরমপুর থানার পুলিশ।