আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ, বললেন ব্রাত্য,আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। মঙ্গলবার এমনই সম্ভাবনার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কাছে মাধ্যমিকের ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি তখন জানান, তাঁর সঙ্গে মাধ্যমিক বোর্ডের যে ঘরোয়া কথাবার্তা হয়েছে, তাতে তিনি আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সূত্রের খবর, ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শেষ। গত ৪ মার্চ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। আগামী সপ্তাহের মধ্যে যদি ফলপ্রকাশ হয়, সেক্ষেত্রে ২ মাসের একটু বেশি সময় পরই এই ফল বের হতে চলেছে শিক্ষামন্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত।
একইসঙ্গে এদিন রাজ্যপাল প্রসঙ্গেও বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সম্প্রতি ‘হ্যামলেট বার্তা’ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এদিন পাল্টা ব্রাত্য় বলেন, হ্যামলেট নয়, ম্যাকবেথের মতো আচরণ। একইসঙ্গে ব্রাত্য বলেন, “রাজ্যপালকে জুলিয়াস সিজারের মতো লাগছে। ক্ষমতা গ্রাসের মানসিকতা দেখা যাচ্ছে।” তাঁর অভিযোগ, “উচ্চশিক্ষা দফতরকে বাইপাস করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে কুক্ষিগত করার যে মানসিকতা দেখা যাচ্ছে, কাল যেটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এটা ঠিক হ্যামলেটিয় আচরণ লাগছে না। বরং অনেকটা ম্যাকবেথের মতো লাগছে। তীব্র উচ্চাশা কাজ করছে।”
আরও পড়ুন – ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠালেন বিবেক…
অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই ফল বেরোবে, সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্যে। গত ৪ মার্চ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। আগামী সপ্তাহের মধ্যে যদি ফলপ্রকাশ হয়, সেক্ষেত্রে ২ মাসের একটু বেশি সময় পরই এই ফল বের হতে চলেছে শিক্ষামন্ত্রীর কথায় তেমনই ইঙ্গিত। এদিন ব্রাত্য বসু বলেন, “আমি আশা করছি আমার সঙ্গে যে ইনফরমাল কথা হয়েছে তাতে আর দিন দশেকের মধ্যে হয়ত বেরিয়ে যাবে।”
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )