নিজস্ব সংবাদদাতা, বড়ঞা, ৩রা ডিসেম্বর :স্বামীর সাথে ফোনে বচসার জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনা মুর্শিদাবাদের বড়ঞার ঝিকরহাটি এলাকায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদের বড়ঞার ঝিকরহাটি এলাকার বাশিন্দা জ্যোৎস্না খাতুনের সাথে বিয়ে হয় কান্দি থানার পার্বতীপুর গ্রামের বাশিন্দা জমিরুদ্দিন সেখের। মৃত গৃহবধূ দাদা আশগার আলি বলেন, তিন বছর আগে বিয়ে হলেও আড়াই বছর ধরে বাপের বাড়ি তেই থাকত। অভিযোগ স্বামী জমিরুদ্দিন সেখ দেড় বছর ধরে সৌদি আরবে থাকা কালীন প্রায় বচসা হত ফোনে ।রবিবার সন্ধ্যায় ফের স্বামীর সাথে ফোনে ঝামেলা হয় জ্যোৎস্না খাতুনের, আর এই জেরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ। পরিবারের সদস্যরা তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করলে রবিবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।
স্বামীর সাথে ফোনে বচসার জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ
স্বামীর সাথে ফোনে বচসার জেরে আত্মঘাতী হলেন এক গৃহবধূ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram