Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
সীমান্তে নজরদারি বাড়াল ভারত ,

জ্বলছে পাকিস্তান, সীমান্তে নজরদারি বাড়াল ভারত

জ্বলছে পাকিস্তান, সীমান্তে নজরদারি বাড়াল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জ্বলছে পাকিস্তান, সীমান্তে নজরদারি বাড়াল ভারত ,প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের‌ গ্রেফতারিতে জ্বলছে পাকিস্তান। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হওয়া থেকে শুরু করে লাহোর, করাচি, বালুচিস্তান সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক সরকার। গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। পাকিস্তানের এই উত্তাল পরিস্থিতির প্রভাব যাতে এদেশে না পড়ে সে ব্যাপারে তৎপর ভারত সরকার। তাই সীমান্তে নিয়ন্ত্রণ রেখার উপর বিশেষ নজরদারি বাড়াল প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তানের এই উত্তাল পরিস্থিতির প্রভাব যাতে এদেশে না পড়ে সে ব্যাপারে তৎপর ভারত সরকার। তাই সীমান্তে নিয়ন্ত্রণ রেখার উপর বিশেষ নজরদারি বাড়াল প্রতিরক্ষা মন্ত্রক।

 

 

 

 

প্রসঙ্গত, জমি মামলায় এদিন দুপুরে ইসলামাবাদ আদালত চত্বরে গ্রেফতার হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। ইসলামাবাদ আদালত চত্বরেই বিক্ষোভ দেখান ইমরান অনুগামী ও পিটিআই দলের সমর্থকেরা। তারপর ধীরে ধীরে সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা দেশে। লাহোর, করাচি, বালুচিস্তান সহ বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় পিটিআই কর্মী সমর্থকেরা। এমনকি সেনা হেডকোয়ার্টার, সেনা আবাসনের ভিতরে ঢুকেও বিক্ষোভ দেখায় তারা। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি পাকিস্তানের রেডিও অফিসও। আবার সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও পিটিআই সমর্থকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ চলে। পরিস্থিতি সামাল দিতে দুপুরেই ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পাকিস্তান সরকার। এছাড়া অশান্ত এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দেশের বিস্তীর্ণ অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

 

 

 

 

আরো পড়ুন – বাংলায় কেন নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’? মমতার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্মাতারা,

 

 

 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ভারত-পাক সীমান্ত রেখার উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। ভারত পাক নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় জওয়ানদের টহলদারি বাড়ানো হয়েছে। পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির আঁচ কোনভাবে যাতে এ দেশে না পড়ে, সে ব্যাপারে তৎপর কেন্দ্রীয় সেনাবাহিনী। যদিও এ ব্যাপারে সেনা বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top