কলকাতায় এবার মেট্রো স্টেশন থেকে এক নিমেষেই চলে যাওয়া যাবে এয়ারপোর্টে। ফের কলকাতা মেট্রোর মুকুটে জুড়তে চলেছে পালক। এবার বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্ট। একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে পাতালপথে মেট্রো স্টেশনের সঙ্গে কলকাতা বিমানবন্দর যুক্ত হবে। সেই সাবওয়ের ডি ওয়াল অর্থাৎ ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ সম্পন্ন হল। মেট্রো সূত্রে খবর, গত ৩ মে সকাল ৮টা নাগাদ এই সাবওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। ফলে এবার এক নিমেষেই মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে
কবে চালু হবে নিউ গড়িয়া-রুবি মেট্রো?
কলকাতা মেট্রোর নিউ গড়িয়া থেকে বিমানবন্দর প্রকল্পের সূচনা হয়েছিল গত ২০১২ সালে। তবে ১১ বছর অতিক্রান্ত হলেও এখনও এই রুটে পরিষেবা শুরু হয়নি। সম্পূর্ণ নির্মাণ কাজও এখনও বাকি রয়েছে। এই রুটেরই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত খুব শীঘ্রই মেট্রো চালু হওয়ার কথা। যাত্রার শুরুর জন্য ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার সবুজ সংকেতও দিয়ে ফেলেছেন।
অনুমান করা হচ্ছে, চলতি মাসেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ছ’টি স্টেশনে যাত্রী পরিষেবার সূচনা হতে পারে। সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে জগন্নাথধামে যেতে পারেন মোদী। সেখান থেকেই ভার্চুয়ালি নিউ গড়িয়া-রুবি মেট্রোর রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের বিমানবন্দর বা জয় হিন্দ স্টেশন থেকে সরাসরি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ে প্রবেশপথ নির্মাণের জন্য এই ডায়াফ্রাম ওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। এর ফলে বিমানবন্দর স্টেশনে নেমে যে যাত্রীরা এয়ারপোর্ট যেতে চাইবেন, তাঁদের আর বাইরে বেরোতে হবে না। মেট্রো স্টেশন থেকে সরাসরি নির্দিষ্ট একটি ওয়াকালেটর ধরে বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকতে পারবেন তাঁরা।
আরও পড়ুন – অধীরের সঙ্গে সভার আগে সেলিমের মুখে আরও জোরাল জোটবার্তা
এক নিমেষেই মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্ট
গড়িয়া-বিমানবন্দর রুটের মেট্রো পরিষেবা শুরু হলে এই নবনির্মিত সাবওয়ের মাধ্যমেই যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। এই সেতুবন্ধন তৈরির জন্যই গত ২ মে রাত সাড়ে ১০টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। ২৪ ঘণ্টার চেষ্টায় ডিডব্লিউ-৪০ নামে ওই ওয়াল তৈরি করা হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাবওয়ের এই ডায়াফ্রাম ওয়ালের দৈর্ঘ্য ১৭.৪০৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার।