কেমন করে অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসকরা পেট থেকে বার করলেন সাত টুকরো সোনা ,বিমানবন্দর থেকে সোনা পাচার করার সময় নানা কারসাজি করেন পাচারকারীরা। তবুও বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনীতে ধরা পড়ে যান অপরাধীরা। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এমনই একটা ঘটনা প্রকাশ্যে এসেছে। সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ার ভয়ে নিজেই সোনা খেয়ে ফেলছিলেন এক যুবক। তা সত্ত্বেও নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে বিমানবন্দর থেকে বেরোতে পারেননি তিনি। সোনা পাচার করার সময় তা নিজেই খেয়ে ফেলেছিলেন এক যুবক। পরে এক্স-রে করে দেখা যায় যে, যুবকের পেটের মধ্যে ৭টি সোনার টুকরো রয়েছে।
সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩০ বছরের যুবক ইন্তিজার আলিকে। জিজ্ঞাসাবাদের সময় ভাঙেন ওই যুবক। তিনি জানান যে, ৭ টুকরো সোনা তিনি খেয়ে ফেলেছেন। যুবকের কথা শুনে হাঁ হয়ে যান তদন্তকারীরা। পরে এক্স-রে করার পর দেখা যায় যে, ওই যুবকের পাকস্থলীতে সোনা রয়েছে।
আরও পড়ুন – অভিষেককে রক্ষাকবচ দিল না নতুন বেঞ্চ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই আপাতত বহাল রইল
আরও পড়ুন –অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসছে মোকা ,দিঘায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী,
এর পরই ওই যুবকের পেট থেকে সোনা বার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। যোগাযোগ করা হয় চিকিৎসকদের সঙ্গে। ওই যুবককে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে যুবকের কোনও অস্ত্রোপচার করা হয়নি। যুবককে ফাইবার জাতীয় খাবার দেওয়া হয়। প্রতি দিন এক ডজন কলা খাওয়ানো হয়। তার পরই স্বাভাবিক উপায়ে যুবকের শরীর থেকে ৭ টুকরো সোনা বার করা হয়। কবে এই ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এমনই একটা ঘটনা প্রকাশ্যে এসেছে। সোনা পাচার করার সময় তা নিজেই খেয়ে ফেলেছিলেন এক যুবক।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )