কর্নাটকে হার মেনে নিয়েছে বিজেপি’! জয়ের আগাম ঘোষণা করে দিল কংগ্রেস

কর্নাটকে হার মেনে নিয়েছে বিজেপি’! জয়ের আগাম ঘোষণা করে দিল কংগ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্নাটকে হার মেনে নিয়েছে বিজেপি’! জয়ের আগাম ঘোষণা করে দিল কংগ্রেস ,কর্নাটকের বুথ ফেরত সমীক্ষা যে ইঙ্গিতই দিক না কেন, কংগ্রেস এক প্রকার নিশ্চিত, দক্ষিণের রাজ্যে একক ভাবে সরকার গড়তে চলেছে তারাই। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সূরজেওয়ালার দাবি, মোদী এবং বিজেপি প্রাণপণ চেষ্টা করেছিল সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে ভোটে বাজিমাত করতে। কিন্তু কর্নাটকের জাগরুক মানুষ সেই অপচেষ্টাকে আরব সাগরে ছুড়ে ফেলে দিয়েছেন। কর্নাটক জয়ের ব্যাপারে নিশ্চিত কংগ্রেস। সূরজেওয়ালার দাবি, মোদী অনেক চেষ্টা করেছিলেন সাম্প্রদায়িক বিভাজনের। কিন্তু কর্নাটকের মানুষ কংগ্রেসের (Congress)  উপরই ভরসা রেখেছেন। কোনও চমক দিয়েই তাঁদের ভুল করানো যায়নি।

 

 

 

 

 

 

 

কংগ্রেস মুখপাত্র বলেন, ‘‘কংগ্রেসকে সমর্থন করার জন্য আমি কর্নাটকের সাড়ে ৬ কোটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আগামিকাল ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করুন। কিন্তু বিজেপি তো আগেই নিজেদের হার মেনে নিয়েছে দেখছি!’’

 

 

 

 

 

সূরজেওয়ালাকে প্রশ্ন করা হয়, ২০১৮ সালে ফলপ্রকাশের পর কংগ্রেস যেমন জোট বেঁধেছিল জেডিএসের সঙ্গে, তেমন পরিস্থিতি কি এ বারও তৈরি হতে পারে? তেমন হলে কংগ্রেসের (Congress) কৌশল কী হবে? সূরজেওয়ালার সপাট জবাব, ‘‘যে যেখানে খুশি যেতে পারেন। আমি নিশ্চিত, কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে। আর কাউকে লাগবে না।’’

 

 

 

 

আরও পড়ুন –  কন্যাশ্রীর টাকা মাছ ব্যবসায়ীর অ্যাকাউন্টে! ফেরত না পেয়ে পুলিশের দ্বারস্থ ছাত্রী

 

 

শনিবার কর্নাটক বিধানসভার ফলঘোষণা। তার আগেই আগাম জয় ঘোষণা করে দিল কংগ্রেস (Congress)। মুখপাত্র সূরজেওয়ালার দাবি, কর্নাটকের মানুষ বিজেপি (BJP) সরকারের দুর্নীতি দেখতে দেখতে ক্লান্ত। তাই কংগ্রেসেই ভরসা রেখেছেন তাঁরা। তাঁর আরও দাবি, পরিস্থিতি আঁচ করে আগেই হার মেনে নিয়েছে বিজেপি (BJP)। আর তাই জেডিএসের সঙ্গে ভাগাভাগির কথা বলতে হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে’।

 

(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং  Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top