অনুব্রতহীন বীরভূম নিয়ে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক, পঞ্চায়েত ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে ‘কড়া’ বার্তা

অনুব্রতহীন বীরভূম নিয়ে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক, পঞ্চায়েত ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে ‘কড়া’ বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনুব্রতহীন বীরভূম নিয়ে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক, পঞ্চায়েত ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে ‘কড়া’ বার্তা , অনুব্রতহীন বীরভূমে (Birbhum) গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। বোলপুরের সিয়ানে কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন তিনি । সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে অনুব্রতহীন বীরভূমে এদিন কোর কমিটির বৈঠকে আলোচনা হয় জেলার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তৃণমূলের সংগঠন কোথায় কেমন, কোথায় শক্তি বেশি, কোথায় শক্তি কম, ব্লক ধরে ধরে আলোচনা হয় সেই বিষয়গুলি নিয়েও।

 

 

 

 

 

কোর কমিটির সদস্যরা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন না বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতারির পর আপাতত দিল্লির তিহাড় জেলে দিন কাটছে অনুব্রত মণ্ডলের। বন্দি রয়েছেন অনুব্রত কন্যা সুকান্ত মণ্ডলও। তবে এখনও বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি অনুব্রতকে। তাঁর অনুপস্থিতিতে পঞ্চায়েত ভোটের জল কোনদিকে গড়ায়, কতটা শক্ত জমি তৈরি করতে পারে ঘাসফুল শিবির, সেদিকে নজর রাজনৈতিক মহলের।

 

 

 

আরোও পড়ুন – রাতে আরও ভয়ঙ্কর চেহারা নেবে মোকা! ঘণ্টায় ঝড়ের বেগ হতে পারে ২১০…

 

 

 

 

বীরভূমের সিউড়ি বিধানসভার বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন জেলায় দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই রাখা যাবে না, এই বার্তাই দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee) । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কোর কমিটি যেকোনও সিদ্ধান্ত নিতে পারবে এবং সেই সিদ্ধান্ত মেনে নেবেন দলের শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে খুবই আত্মবিশ্বাসী, জানিয়েছেন বিকাশ রায় চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনে যাতে কোথাও পরাজয় না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, বার্তা অভিষেকের।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top