চলতি মাসের শেষের দিকেই দিল্লি যেতে পারেন মমতা, মে মাসের শেষের দিকেই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, সে ক্ষেত্রে ২৬ মে দিল্লি পৌঁছে যেতে পারেন মমতা, থাকতে পারেন ২৮ মে পর্যন্ত। এর আগের নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত ছিলেন না। কোভিড কালীন সময়ে একাধিকবার নীতি আয়োগের ভার্চুয়াল বৈঠক হয়। তবে এবারের দিল্লি সফরে বিরোধী জোট সংক্রান্ত কোনও বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলে ধরনায়ও বসেছিলেন তিনি। সেই ধরনার পর আক্ষেপ করেছিলেন যে, দিল্লি থেকে কোনও ফোন আসেনি। ধরনা মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘চলো দিল্লি। আমরাও দিল্লি যেতে পারি।’ প্রয়োজন হলে ভিক্ষা করে ট্রেন ভাড়া করে দিল্লি যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই ধরনার পর এই প্রথমবার দিল্লি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে, এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন – ‘দলে কিছু ভিখারি নেতা আছে, হাত পেতে টাকা নেওয়া তাঁদের কাজ’, খোদ…
অনেকদিন ধরেই নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। কিন্তু গত বছর অগস্টে তিনি দিল্লিতে গিয়ে বৈঠকে যোগ দিয়েছিলেন। আর এবছর যে বৈঠক হতে চলেছে, লোকসভা ভোটের আগে সম্ভবত এটিই হবে পরিচালন পরিষদের শেষ বৈঠক।