‘৩৬০০০ নয়, ৩০১৮৫ জন অপ্রশিক্ষিত’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের সংশোধনী চেয়ে আবেদন

‘৩৬০০০ নয়, ৩০১৮৫ জন অপ্রশিক্ষিত’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের সংশোধনী চেয়ে আবেদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘৩৬০০০ নয়, ৩০১৮৫ জন অপ্রশিক্ষিত’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের সংশোধনী চেয়ে আবেদন , ৩৬ হাজার নয়, ৩০১৮৫ জন অপ্রশিক্ষিত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩৬ হাজারের চাকরি বাতিলের রায়ের সংশোধনী চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারি। আইনজীবী জানান ৩০,১৮৫ অপ্রশিক্ষিত রয়েছেন। মামলায় সেটাই উল্লেখিত ছিল। এছাড়াও প্যারা টিচারদের বিষয়েও উল্লেখ করেননি। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংশোধনের শুনানি করবেন। ফলে সংশোধন হলে চাকরিহারাদের সংখ্যা কমবে কয়েক হাজার। আইনজীবী আদালতে জানান, অপ্রশিক্ষিত প্রার্থীর সংখ্যা ৩৬ হাজার নয়, সেটা হবে ৩০ হাজার ১৮৫ জন। সেখানে ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল রয়েছে। তাই রায় সংশোধনের আর্জি জানিয়েছেন আইনজীবী।

 

 

 

 

 

এদিকে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। সোমবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। এদিকে, আবার চাকরি হারানোদের একাংশ মামলা দায়ের করেন। সেই মামলাও গৃহীত হয়েছে। দুটি মামলার একসঙ্গে শুনানি হবে মঙ্গলবার।

 

 

 

 

 

আরও পড়ুন –  দেশ জুড়ে ৩৯৬ জনসভা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ধাক্কা খাওয়া ভাবমূর্তি’ মেরামতে সক্রিয়…

 

 

 

 

প্রিয়াঙ্কা নস্কর নামে ১৪০ জন চাকরিপ্রার্থী ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগে বেশ কিছু বেনিয়ম রয়েছে বলে অভিযোগ করেন। ওই বছর প্রাথমিকের বিভিন্ন স্কুলে মোট ৪২ হাজার ৫০০ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৬ হাজার শিক্ষকের নিয়োগ নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ ছিল। অভিযোগ ওঠে, ইন্টারভিউয়ে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রে তা নেওয়া হয়নি। আবার অনেকে অপ্রশিক্ষিত ছিলেন হলেও অভিযোগ ওঠে। সেই মামলার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে দেন, ওই ৩৬ হাজার শিক্ষক আগামী চার মাসের মধ্যে প্যারা টিচার হিসাবে কাজ করবেন। তার পরবর্তীতে চার মাসের মধ্যেই পর্ষদ নিয়োগ করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top