চাকা গড়াবে হাওড়া-পুরী বন্দে ভারতের, টিকিট কবে থেকে পাওয়া যাবে জেনে নিন, প্রথমে ঠিক হয়েছিল ১৫ মে সোমবার উদ্বোধন করা হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-Puri Vande Bharat Express)। উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো ১৫ মে উদ্বোধন হবে না। এদিন দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হল আগামী ১৮ তারিখ বৃহস্পতিবার উদ্বোধন হবে হাওড়া পুরী বন্দে ভারত (Howrah-Puri Vande Bharat Express) পরিষেবা। সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। চলবে না শুধু বৃহস্পতিবার। কিন্তু, উদ্বোধন হলেও কবে থেকে এই ট্রেনের বুকিং শুরু হবে, কবে থেকে এই ট্রেনের দরজা খুলে যাবে সাধারণ মানুষের জন্য তা নিয়ে চলছিলই চাপানউত।
প্রসঙ্গত, হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগতির ট্রেন হিসাবে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী। এই ট্রেনে হাওড়া থেকে পুরী যেতে সময় লাগে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। কিন্তু, বন্দে ভারতে (Vande Bharat Express) এই সময় অনেকটাই কমে যাচ্ছে। এর আগে ট্রায়াল রানে সাড়ে ৬ ঘণ্টার কিছু কম সময়ে ট্রেনটি তার যাত্রাপথ শেষ করে। রেল সূত্রে খবর, এই রুটে বন্দে ভারতের গড় গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বিলাসবহুল ট্রেন থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়াকার।
আরও পড়ুন – নতুন নির্দেশ প্রকাশ্যে আসতেই ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব! বাস তুলে নেওয়ার…
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর ১৭ মে বুধবার থেকেই শুরু হয়ে যাবে বাংলার এই দ্বিতীয় বন্দে ভারতের বুকিং পরিষেবা। এর আগে চলতি বছরের শুরুতে বাংলায় পথচলা শুরু করেছিল হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এবার এই তালিকায় নবতম সংযোজন হাওড়া-পুরী বন্দে ভারত। রেল সূত্রে খবর, যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে।