নিজস্ব সংবাদদাতা,জলঙ্গী, ৪ঠা ডিসেম্বর : তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী ১৯শে জানুয়ারী কলকাতার ব্রীগেড সমাবেশের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করল মুর্শিদাবাদের জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
ব্রীগেড সমাবেশের সমর্থনে রাজ্য জুড়ে চলছে নানা রকম প্রচার, কোথাও প্রস্তুতি সভা,কোথাও মিটিং আবার কোথাও মিছিল। পিছিয়ে নেই মুর্শিদাবাদ জেলাও, ব্রীগেড সমাবেশে কোন রকমের খামতি রাখতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেস শিবির। জেলা জুরে চলছে জোরদার প্রচার। এবার এই ব্রীগেড সমাবেশের সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করল মুর্শিদাবাদের জলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার বিকেলে জলঙ্গি ব্লকের জোড়তলা এলাকায় এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব সাগির হোসেন, জলঙ্গি দক্ষিণ ব্লকের সভাপতি আরিফ বিল্লা ও জলঙ্গি উত্তর ব্লকের সভাপতি তহিরুদ্দিন মণ্ডল সহ এলাকার জনপ্রতিনিধি ও শাসন দলের বহু কর্মী সদস্যরা। এদিনের এই প্রস্তুতি সভার বহু মানুষের সমাগম লক্ষ করা যায়।