পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন পদ্ম বিধায়ক নীলাদ্রি

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন পদ্ম বিধায়ক নীলাদ্রি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন পদ্ম বিধায়ক নীলাদ্রি, পুলিশকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার। বুধবার বাঁকুড়ার সীমলাপালে দলীয় একটি জনসভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে আর একটি বিজেপি কর্মীর নামে মিথ্যা মামলা হলে মানুষকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে পুলিশের শরীর থেকে উর্দি খুলে থানা থেকে বের করে আনবেন। তবে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে একই ইস্যুতে সরব হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি কর্মীদের দূর ছাই করলে থানা থেকে বেরোতে না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। তবে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে একই ইস্যুতে সরব হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি কর্মীদের দূর ছাই করলে থানা থেকে বেরোতে না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

 

 

 

 

গতকাল গেরুয়া বিধায়কের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সব মহলে। যদিও, তৃণমূল নেতৃত্বর দাবি, সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেজন্য বাজার গরম করতেই বিধায়ক এধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন। অপরদিকে, নিজের বক্তব্যের সমর্থনে নীলাদ্রি শেখর দানা বলেন,”একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলিহেলন রাজ্যে একের পর এক বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ এতে চূড়ান্ত বিরক্ত। সেই মানুষের কথাই তিনি সভামঞ্চে তুলে ধরেছেন।

 

 

 

আরও পড়ুন –   ‘ED-CBI রাজনৈতিক নেতাদের কথায় চলে’, শাহের উদাহরণ টেনে অভিষেকের ব্যাখ্যা

 

 

আরও পড়ুন –  ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি আবার কবে থেকে রাজ্যে দেখা যাবে?

 

উল্লেখ্য,শুভেন্দু অধিকারী থেকে সৌমিত্র খাঁ কিংবা দিলীপ ঘোষ! বিজেপি নেতাদের গলায় বারংবার পুলিশের কাজের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তাঁরা। একাধিকবার বিজেপি নেতারা দাবি করেন, পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপি কর্মীদের। কখনও আবার অভিযোগ করেন যে, থানায় গেলে বিজেপি কর্মীদের নালিশ শুনছে না পুলিশ।

 

(সব খবর , ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top