কলকাতার আকাশে একাধিক ভিনদেশি যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে কৌতুহলী জনতা

কলকাতার আকাশে একাধিক ভিনদেশি যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে কৌতুহলী জনতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতার আকাশে একাধিক ভিনদেশি যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে কৌতুহলী জনতা, ভরদুপুরে আকাশ বাতাস কাঁপানো শব্দ। বিকট শব্দ শুনে আকাশের দিকে চোখ মেলে তাকাতেই অবাক সকলে। এতো যুদ্ধবিমান! ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এ ভারতীয় বায়ুসেনার দেশি যুদ্ধবিমান নয়, একেবারে বিদেশি যুদ্ধ বিমান। একটা নয়, পর পর বৃহস্পতিবার কলকাতার আকাশে দেখা মিলল এমনই বিদেশি যুদ্ধবিমানের।

 

 

 

 

 

 

তবে কি শত্রু দেশের হামলা? বিকট শব্দে কলকাতার আকাশে পরপর বিদেশি যুদ্ধবিমানের দেখা মিলতেই রীতিমতো আতঙ্কে ভুগতে থাকেন অনেকে। তারপর থেকেই তৈরি হয় নানা গুঞ্জন। বিদেশি যুদ্ধবিমানগুলি আবার কলকাতা বিমানবন্দরেও নামে। এরপরই, নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের এপ্রন এরিয়াতে সার দিয়ে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় ওই যুদ্ধ বিমান গুলিকে।

 

 

 

 

 

জানা গিয়েছে, আরব ছাড়াও ভারত, পাকিস্থান, চিন, ভিয়েতনাম বিভিন্ন দেশ অংশ গ্রহণ করবে ওই শো-তে। তবে কলকাতার আকাশে এ ধরনের বিদেশি যুদ্ধবিমানের বিকট শব্দ করে প্রদক্ষিণ দেখে অনেকে আতঙ্কিত হলেও, নতুন প্রজন্মের বহু ছেলে মেয়েকে দেখা গেল তা মোবাইল বন্দি করতে। অনেকেই আকাশের দিকে মোবাইল উচিয়ে তুললেন ভিডিয়ো। সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরাল কলকাতার আকাশে বিদেশি যুদ্ধবিমানের সেই ভিডিয়ো। তবে বিদেশি বিমানের এই প্রদক্ষিণ নিয়ে আতঙ্কের কোন বিষয় নেই বলেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আশ্বস্ত করা হয়েছে।

 

 

 

 

 

একটা, দুটো নয় একসঙ্গে ছয়টি যুদ্ধবিমান। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সবগুলিই সংযুক্ত আরব আমিশাহীর যুদ্ধ বিমান (এমবি ৩৩৯ ন্যাট)। কালো-বাদামি রঙের ফাইটার জেট গুলির গায়ে লেখা আল এমরাত ফুরসান।

 

 

 

আরও পড়ুন –   ‘সিস্টেমটাকেই পাল্টাতে হবে…’, কালিয়াগঞ্জে নির্যাতিতার বাড়ি থেকে বললেন মীনাক্ষী

 

 

 

 

একসঙ্গে এতগুলি বিদেশি যুদ্ধবিমান কলকাতায় কী করছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে কি কোথাও কোন যুদ্ধ বাঁচতে চলেছে! বিমানবন্দর কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয় সংযুক্ত আরব আমিশাহীর ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরে নেমেছিল জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের প্রয়োজনে। মূলত এই বিমানগুলি আসলে যারা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের জন্য এই এয়ার ক্র্যাফট ব্যবহার করা হচ্ছে। এই চারটি বিমান আরব থেকে মালেশিয়া যাচ্ছে ১৬ তম এয়ার শো-তে অংশ নিতে। সেখানে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত বিভিন্ন দেশের যুদ্ধ বিমান, জলযান অংশ গ্রহণ করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top