নিজস্ব সংবাদদাতা,নওদা, ৪ঠা ডিসেম্বর :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া-এর অনুপ্রেরণায় মুর্শিদাবাদের নওদা টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পাটিকাবাড়ি শাখা অফিসের শুভ উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী মাননীয় অরূপ রায় এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারাফ হোসেন।
নওদা এলাকার কৃষক ও সয়ম্বর গোষ্ঠীর মহিলাদের সুবির্ধাতে এর আগেও দুটি সমবায় সমিতি তৈরী করা হয়েছিল, মঙ্গলবার আরও একটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের উদ্ধোধন করা হয়। এলাকার কৃষকেরা যাতে স্বল্প সুদে কৃষি কাজের জন্য ঋণ নিতে পারেন এবং ভালো করে কৃষিকাজ করতে পারেন, সেই উদ্যেশ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমবায় সমিতির ফলে উপকৃত হলেন এলাকার সয়ম্বর গোষ্ঠীর মহিলারাও। মহিলারাও সবনির্ভর হতে পারেন এখান থেকে ঋণ নিয়ে।