এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রীকে’ সমস্যা জানাতে পারবেন যে কেউ, ‘নবজোয়ার’ কর্মসূচির পর এবার মানুষের আরও কাছাকাছি পৌঁছতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে এবার শুরু হতে চলেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। শুক্রবার বাঁকুড়ার পাত্রসায়রে ‘নবজোয়ার’ কর্মসূচির এক সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই সভাতেই এই নয়া কর্মসূচির কথা জানিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শুরু করেছিল ‘দিদিকে বল’ কর্মসূচি। এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ শুরু করার কথা জানিয়েছেন মমতা। শুক্রবার নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন তৃণমূল সুপ্রিমো মমতা। সেই ভার্চুয়াল সভা থেকেই নয়া কর্মসূচির কথা বললেন তিনি।
গত বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বল কর্মসূচিতেও একইভাবে সমস্যার কথা জানানো যেত। এদিন ভার্চুয়াল সভা শেষেও সাধারণ মানুষের কথা শুনতে চান তিনি। হ্যান্ড মাইক এগিয়ে দিতে বলেন দলের কর্মীদের। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো জনসংযোগে আরও বেশি করে মন দিতে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের।
বর্তমানে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি চলছে রাজ্যে। জেলায় জেলায় গিয়ে সভা করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে তাঁকে সিবিআই নোটিস দেওয়ায় কর্মসূচির মাঝেই কলকাতায় ফিরতে হচ্ছে অভিষেককে। তাই শুক্রবার পাত্রসায়রে সভা করার কথা থাকলেও সেখানে যেতে পারেননি অভিষেক। সেই সভাতেই এদিন ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী।
সেই ভার্চুয়াল সভা থেকেই তিনি জানিয়েছেন, এবার এক নয়া কর্মসূচি শুরু করা হবে। যার নাম হবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। মমতা জানান, ১০ টা থেকে ৬ টার মধ্যে একটা সময় নির্দিষ্ট করবেন তিনি। নির্দিষ্ট নম্বরে ফোন করে তাঁর প্রতিনিধিকে সমস্যার কথা জানানো যাবে। সেই সমস্যার কথা রেকর্ড করা থাকবে। কেউ বঞ্চিত হলে, তাঁকে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে কোনও নম্বর দেওয়া হয়নি এদিন।