মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তিতে বিশেষ ট্যুইট মমতার

মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তিতে বিশেষ ট্যুইট মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তিতে বিশেষ ট্যুইট মমতার , ধন্যবাদ জানালেন রাজ্যের মানুষকে l৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ১৩ মে বাংলার ক্ষমতা দখল করে তৃণমূল। ২০মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী  (Mamata Banerjee) হিসাবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তিতে তাৎপর্যপূর্ণ ট্যুইট করেছেন মমতা।

 

 

 

 

 

মমতার এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।আজ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজই কুন্তল ঘোষের (Kuntal Ghosh)  চিঠি মামলায় সিবিআই তলব পেয়েছেন অভিষেক (Abhishek Banerjee) । এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই (CBI)। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷ যদিও কেন তাঁকে একদিনেরও কম সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হল, এ দিন সেই প্রশ্ন তুলে সিবিআই-কে চিঠিও দেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ৷

 

 

 

 

আরও পড়ুন –  এ বার কান্দিতে অধীরের হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ৫০০ জন!

 

 

 

 

 

 

 

এদিনের ট্যুইটে মমতা লেখেন, ‘২০১১ সালের এই দিনে ৩৪ বছর শাসনের অবসান ঘটিয়ে মা মাটি মানুষের সরকার গঠনের জন্য আমরা শপথ নিয়েছিলাম। জনগণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। কেন্দ্রের স্বৈরাচারী সরকারের এজেন্সি রাজ আমাদের কাজ অনেকটাই কঠিন করেছে। কিন্তু দেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।’

 

 

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top