৬ ঘণ্টা পার, অভিষেককে টানা জিজ্ঞাসাবাদ সিবিআই-এর! শেষ পর্যন্ত কী হবে, বাড়ছে জল্পনা , সকাল এগারোটায় ডেকেছিল সিবিআই (CBI) ৷ নির্দিষ্ট সময়ের মিনিট দুয়েক আগেই নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ) ৷ তার পর দু’ দফায় ৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও সিবিআই দফতর থেকে বেরোননি তৃণমূলের সাধারণ সম্পাদক (Abhishek Banerjee )৷ সূত্রের খবর, মধ্যাহ্নভোজের জন্য মাঝে মিনিট ৪৫ বিরতি দিয়ে ইতিমধ্যে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই আধিকারিকরা৷
সূত্রের খবর, এ দিন কুন্তলের (Kuntal Ghosh) সেই চিঠি সামনে রেখেই অভিষেককে (Abhishek Banerjee ) জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই (CBI) আধিকারিকরা৷ সকাল সাড়ে এগারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলে৷ এর মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে দুপুর ২.১৫ মিনিট থেকে ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ৷
সিবিআই সূত্রে আরও খবর, কুন্তলের (Kuntal Ghosh) যে বিতর্কিত চিঠি নিয়ে এত কাণ্ড, সেই চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিষেক৷ সব প্রশ্নের উত্তরেই যাবতীয় অভিযোগও অস্বীকার করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক (Abhishek Banerjee )৷
ঘটনাচক্রে এ দিন সকালেই অভিষেকের দফতরের কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু-র বাড়ি সহ দশটি জায়গায় হানা দেয় ইডি৷ বিকেল গড়িয়ে গেলেও সেই তল্লাশি শেষ হয়নি৷ ফলে একই দিনে দুই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে৷
আরও পড়ুন – মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তিতে বিশেষ ট্যুইট মমতার
অভিষেককে এ দিন সিবিআই দফতরে তলব করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে৷ জেলে থাকাকালীনই ব্যাঙ্কশাল আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় চিঠি লিখে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছে সিবিআই৷ এই চিঠির সূত্র ধরেই অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )