Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
১০০শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস চালু হচ্ছে কালিয়াচকে,বরাদ্দ ১কোটি ৪০ লক্ষ

১০০শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস চালু হচ্ছে কালিয়াচকে,বরাদ্দ ১কোটি ৪০ লক্ষ

১০০শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস চালু হচ্ছে কালিয়াচকে,বরাদ্দ ১কোটি ৪০ লক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১০০শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস চালু হচ্ছে কালিয়াচকে, বরাদ্দ ১কোটি ৪০ লক্ষ। আগামী শিক্ষাবর্ষ থেকে কালিয়াচক ৩নং ব্লকের আকন্দবাড়িয়া এসসি হাই স্কুলে ১০০শষ‍্যা বিশিষ্ট ছাত্রী নিবাস চালু করা হচ্ছে। এর জন্য স্কুল চত্বর এলাকার মধ্যেই তিনতলের ভবন নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভবনের ভিতরে কিছু অন্যান্য পরিকাঠামোর কাজ স্বল্প বাকি রয়েছে।

 

তা জানুয়ারীর মধ্যেই সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। জানুয়ারি পর থেকেই দুঃস্থ ছাত্রীদের সেখানে বিনামূল্যে রাখার ব্যবস্থা করা হবে। যা নিয়ে গ্রামীণ এলাকা জুড়ে খুশির হওয়া ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,ওই নিবাস এসসি এলাকার একেবারেই শুধুমাত্র দুঃস্থ ছাত্রীদের জন্য করা হচ্ছে। স্কুলের নবম, দশম , একাদশ, দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেখানে থাকতে পারবে। তাদের খাওয়া, পড়া ,টিউশন, সহ সব কিছুর জন্য কোনো টাকা দিতে হবে না। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পড়ুয়ারা পাবে। রাজ্য সরকারের সর্বশিক্ষা মিশনের বরাদ্দ অর্থের ১কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে একশত শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ হয়েছে।

 

আকন্দবাড়িয়া এসসি হাই স্কুলের টিআইসি আতিউর রহমান বলেন, ৯৫ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিবাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ১০০ শষ্যা থাকবে। প্রসঙ্গত,জেলার কালিয়াচক ৩নং ব্লকের প্রত্যন্ত এলাকার মধ্যে আকন্দবাড়িয়া এসসি স্কুলের ব্যাপক সুনাম রয়েছে। কেননা স্কুল পরিকাঠামোর দিক দিয়ে উন্নত। পড়াশুনার দিকে রেজাল্ট ভালো হয়।

আরও পড়ুন –  পঞ্চায়েত ( Panchayats ), টিকিট মহার্ঘ, জ্বলছে আগুন, অভিষেক তৎপর, আইপাকের বড় দায়িত্ব

অ্যাথলেটিক্স দিক দিয়েও স্কুল এগিয়ে যাচ্ছে।শুধু তাই নয়,ফিজিক্যাল এডুকেশন ,বিজ্ঞানের বেশ কিছু বিভাগে পড়ার জন্য ওই ব্লকের বহু দূর দূরান্ত থেকে অগনিত পড়ুয়ারা স্কুলে ভর্তি হয়। কিন্ত ক্লাস শেষে ছুটির পর বাড়ি ফিরতে পড়ুয়াদের সন্ধ্যা হয়ে যায়। গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে যেতেও অনেকের সমস্যা হয়। অসুবিধার বিষয়টি স্কুল কর্তৃপক্ষ অনুভব করে। তারা উপর মহলে বিষয়টি জানায়।

 

পড়ুয়াদের জীবন যাত্রার সমস্যা অনুভব করে রাজ্য সরকার স্কুলে ক্যাম্পাসে ছাত্রী নিবাস করার অনুমোদন দেয়। ২০১৯সালে যার শুভ শিল্যানাস হয়। এরপর ধীরে ধীরে নির্মাণ কার্য গড়ে উঠে। আগামী জানুয়ারির নতুন শিক্ষাবর্ষ থেকে ছাত্রী নিবাস চালু হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top