বাড়ির পুকুর থেকে উঠে এল ১২ ফুটের কুমীর

বাড়ির পুকুর থেকে উঠে এল ১২ ফুটের কুমীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৯ অক্টোবর, ২০২০: বাড়ির পুকুর থেকে ধরা পড়লো ১২ ফুটের কুমীর। শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের এক স্থানীয় বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই কুমীর। পরে বনদপ্তর, ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে, ওই কুমীরকে ভাগবতপুর কুমির প্রকল্প নিয়ে গেছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সুত্রে খবর, পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের এল প্লট রাখাল পুর মৌজার অভিমুন্য দাসের পুকুরে স্নান করার সময় কুমির দেখতে পায় এক গৃহবধূ। চিৎকার চেচামেচি করে উপরে উঠে আসে খবর রোডে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন পুকুরের চারদিকে ভিড় করে। খবর দেওয়া হয় শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ দেব বর্মন কে। তিনি নিজেই ঘটনাস্থলে আসেন ফোন করে তিনি বনদপ্তর এ খবর দেন। বনদপ্তর এর লোকজন গতকাল বিকালে হাজির হন ওই পুকুরের কাছে প্রথমে জাল দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু কোনমতেই ধরতে না পেরে শেষে পুকুরে মেশিন বসিয়ে পুকুরের জল কমিয়ে দেয়।

আরও পড়ুন…‘পথশ্রী অভিযান’ প্রকল্পে মুর্শিদাবাদে উদ্বোধন রাস্তা

আজ সকালে বনদপ্তর এর কর্মীরা জাল নিয়ে পুকুরে নাবেন, সকাল আটটার সময় জালের মধ্যে উঠে আসে কুমিরটি, বনদপ্তর এর কর্মীরা কুমিরটিকে ইতিমধ্যে ভাগবতপুর কুমির প্রকল্প নিয়ে গেছেন বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top