নিজস্ব সংবাদদাতা ২১ অক্টোবর ২০২০ শিলিগুড়ি: প্লাজমা থেরাপিতে সাড়া মিললেও, প্লাজমা দানে উৎসাহ দেখাচ্ছেননা সুস্থ হয়ে ওঠা রোগীরা।প্লাজমা দানে উৎসাহিত করতে ও সচেতনার মধ্যে দিয়ে দুর্গাপূজা কি ভাবে অতিবাহিত করবে তা নিয়ে এক সাইকেল রালির আয়োজন করল কোভিড কেয়ার নেটওয়ার্ক।
শিলিগুড়ির সিটি সেন্টার থেকে মহাষষ্ঠীর সকালে এই সাইকেল রালি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন…প্রণামি বক্সের তালা ভেঙ্গে চুরি
কোভিড কেয়ার নেটওয়ার্কের কো অডিনেটর তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দিপ সেনগুপ্ত শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান,দুর্গাপূজার সময় মানুষের যে ঢল নামবে তা করোনা সম্পর্কে সচেতন করতে তাদের এই উদ্যোগ।