নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ অক্টোবর,২০২০: বাজারে সাইকেল করে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের মিশন রোডে। ধাক্কা মারার পর পলাতক ওই লরির চালক।
এর পরেই লরি চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতিতে স্বাভাবিক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দুলাল সরকার। ভাবুক গ্রাম পঞ্চায়েতের মেহমানপুর গ্রামের বাসিন্দা তিনি । এদিন সকালে জমি থেকে কচু তুলে সাইকেলে করে আটমাইল হাটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন ওই সবজি বিক্রেতা।
আরও পড়ুন…সোনারপুর প্ল্যাটফর্মে আরপিএফ নজরদারি
মিশনরোড এলাকার জাতীয় সড়কে একটি বেপরোয়া লড়ি পিছন থেকে ধাক্কা মারলে রাস্তার ধারে ছিটকে পড়ে ওই ব্যক্তি। মাথায় চোট পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি বিক্রেতার। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন । ঘাতক লরিটিকে ধাওয়া করে ধরতে পারে নি তারা।