আবারও সল্টলেকে শ্লীলতাহানি, প্রতিবাদীকে মার

আবারও সল্টলেকে শ্লীলতাহানি, প্রতিবাদীকে মার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবারও ভর সন্ধেবেলায় সল্টলেকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকি দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে তাঁর প্রতিবেশী দাদা শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনায় বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে।

বানতলার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্রী চিংড়িহাটা টিউশন পড়তে যায়।অভিযোগ রবিবার অটো করে বাড়ি ফিরছিল ।অটো থেকে ছয়নাভী অটো স্ট্যান্ড এ নেমে টিউবল থেকে জল খেতে যায়।কিন্তু জল না পড়ায় ওই এলাকার দুই যুবক কুরুচিকর মন্ত্যব করে।ছাত্রীকে নিতে এসেছিল প্রতিবেশী এক দাদা ।সেই মন্ত্যবের প্রতিবাদ করে।তখন ওই দুই যুবক মদ্যপ অবস্থায় দাদাকে মারধর করতে থাকে শুধু তাই নয় ছাত্রীকে ধরে টানাটানি করতে থাকে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।গতকাল সকালে বিধান নগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন… করোনা : শিলিগুড়ির কুমোরটুলিতে দুর্গাপুজো প্রস্তুতি তুঙ্গে

সেই অভিযোগের ভিত্তিতে ছয়নাভী এলাকার দুই যুবক টোটন সরদার ও পরেশ সরদার কে গ্রেফতার করা হয়।আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।এই ঘটনায় আতঙ্কিত ওই ছাত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top