এক দিনমজুর জীবন দিলেন সাতজনকে! একটি মৃত্যু যদি ৭ জন মানুষকে নতুন জীবন দেয়, তা হলে সেই মৃত্যু কালজয়ী হয়। এমন নজির ফের দেখল শহর কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল এসএসকেএম। হাওড়ার এক দিনমজুরের ব্রেন ডেথ আরও ৭ পরিবারে ফিরিয়ে দিল অনাবিল হাসি।হাওড়ার রাজাপুরের বাসিন্দা, পেশায় দিনমজুর হরিপদ রানা (৪৩) পথ দুর্ঘটনার কবলে পড়েন গত ৯ জুলাই। তার পর এসএসকেএম ট্রমা কেয়ারে ভর্তি ছিলেন। গতকাল বিকেলে চিকিৎসকরা হাল ছাড়েন। বাড়ির লোককে জানিয়ে দেওয়া হয়, হরিপদ বাবুর ব্রেইন ডেথ হয়েছে।
শোকার্ত পরিবারের কাছে তখনই ডাক্তারবাবুদের প্রস্তাব ছিল অঙ্গদান করার। অঙ্গদান কী? কীভাবে করতে হয়? এসব কিছুই জানা ছিল না তাঁদের। বোঝাতে শুরু করেন ডাক্তারবাবুরা। পরিবার রাজি হতেই আর দেরি করেননি এসএসকেএম-এর চিকিৎসকরা। ভোর রাতেই গ্রিন করিডর তৈরি করে হার্ট নিয়ে যাওয়া হয় হাওড়ার নারায়না হাসপাতালে। সেখানেই হার্ট প্রতিস্থাপন হয় কল্লোল কুমার চৌধুরীর (৫৭) শরীরে। একে একে এসএসকেএম ট্রমা কেয়ার থেকে বেরোতে শুরু করে বাম ও ডান কিডনি। দুটিই বসে এসএসকেএমে চিকিৎসাধীন দুই ব্যক্তির শরীরে।
আরও পড়ুন – নরকঙ্কাল উদ্ধারের পর ত্রিপুরেশ্বীর মন্দির লাগায়ো জলাশয় ব্যবহারে মন্দির কমিটির নিষেধাজ্ঞা জারি
আরও পড়ুন – ২১ জুলাই শহর সচল রাখতে তৈরি ট্র্যাফিকের বিশেষ দল, গোটা শহরকে…
রোনাল্ড রস বিল্ডিংয়ে আজ ভোর ৬ টা থেকে শুরু হয় হাত প্রতিস্থাপন। যা পূর্ব ভারতে এই প্রথম। কর্নিয়া চলে যায় হাসপাতালের অপথ্যালমোলজি বিভাগে। স্কিন ও টিস্যু সংরক্ষিত করা হয় হাসপাতালেই। এসএসকেএমেই চিকিৎসারত ২৭ বছরের এক যুবক। দুর্ঘটনায় বাদ পড়েছে দুটি হাত। ফের হরিপদ বাবুর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন ডাক্তাররা।
আরও পড়ুন – চলতি সপ্তাহে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে, দেখে নিন সেই তালিকা…..
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )