লিফট ছিঁড়ে মৃত্যু লিফটম্যানের,শেক্সপিয়র সরণির বহুতলে দুর্ঘটনা! শেক্সপিয়র সরণির (Shakespeare Sarani) একটি বহুতলে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বুধবার সকালে। লিফট (elevator) ভেঙে পড়ে লিফটম্যানের (liftman) মৃত্যু হল। সূত্রের খবর, সেসময় লিফটের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। জানা গিয়েছে, মৃত লিফটম্যানের দেহ এখনও সেখানেই আটকে রয়েছে।
জানা গিয়েছে, লিফটটি বহু পুরনো। সেই বহুতলেই এক অফিসে চাকরি করেন, এমন একজনের দাবি, ‘বহুদিন ধরেই লিফটটি ঠিকঠাকভাবে কাজ করে না। সেটির রক্ষণাবেক্ষণও তেমন হয় না। অনেকসময় এমনও হয় যে, লিফটটি যে ফ্লোরে দাঁড়ানোর কথা, সেখানে ঠিকভাবে দরজাও খোলে না। গতকালই একটি লিফট মাঝপথে আটকে গিয়েছিল। সেসময় ভিতরে যারা ছিলেন, তাঁদেরকে কোনওরকমে বাইরে টেনে বের করা হয়েছে। এই তো এখানকার লিফটের ব্যবস্থা।’
আরও পড়ুন – প্রকৃতি বাঁচাতে রিক্সাচালক সস্ত্রীক হেঁটে পৌঁছলেন দিল্লি,রাষ্ট্রপতির সঙ্গে দেখা
সূত্রের খবর, আজ যে লিফটিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তাতে সকাল থেকেই কাজ চলছিল। সেসময় লিফটির একদম নীচে দাঁড়িয়েছিলেন লিফটম্যান। কাজ চলার সময় হঠাৎই ছিঁড়ে যায় লিফটের কনভেয়ার বেল্ট। তিনতলা থেকে লিফটটি সোজা ওই লিফটম্যানের উপরে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই বহুতলে। লিফট ছিঁড়ে মৃত্যু লিফটম্যানের,শেক্সপিয়র সরণির বহুতলে দুর্ঘটনা! শেক্সপিয়র সরণির (Shakespeare Sarani) একটি বহুতলে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বুধবার সকালে।
আরও পড়ুন – গরম আরও বাড়বে ! তাপপ্রবাহ নিয়ে বিশেষ গাইডলাইন জারি নবান্নের
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )