সংস্কৃত মন্ত্র পাঠে মৃন্ময়ী আগমনী বার্তা সীমান্ত থেকে সুন্দরবন মহিলা পুরোহিতদের

সংস্কৃত মন্ত্র পাঠে মৃন্ময়ী আগমনী বার্তা সীমান্ত থেকে সুন্দরবন মহিলা পুরোহিতদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সংস্কৃত মন্ত্র পাঠে মৃন্ময়ী আগমনী বার্তা সীমান্ত থেকে সুন্দরবন মহিলা পুরোহিতদের

লক্ষ্মী, সরস্বতী, পূর্ণিমা, শ্যামলীৱা সংস্কৃত মন্ত্র পাঠের বিশেষ কর্মশালায় মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হচ্ছেন।  দুর্গাপূজার সনাতনী ধর্মের মহিলা পুরোহিতদের সংস্কৃতি উচ্চারণ দেখবে রাজ্যের মানুষ। উত্তর ২৪ পরগনার বসিরহাটেৱ এবার সংস্কৃত সনাতন ধর্মের পুরোহিতদের পাশাপাশি মহিলা পুরোহিতরা দুর্গামণ্ডপে। মহিলা পুরোহিতদের সংস্কৃত মন্ত্র পাঠ দেখবে দুর্গাপূজায় আসা দর্শনার্থীরা। তারই শেষ পর্যায়ে প্রশিক্ষণ হলো বসিরহাট টাউনহলে।

আরও পড়ুনঃ মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধিতে সায় রাজ্যপালের

এই বিশেষ কর্মশালায় ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তসি বন্দোপাধ্যায়, বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাট ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত, ১৪ নম্বর এর কাউন্সিলর ভাস্কর মিত্র সহ বিশিষ্টজনেরা। প্রাচীন সনাতনি ব্রাহ্মণ রা আজকে মহিলা পুরোহিতদের সংস্কৃত শুদ্ধ মন্ত্র উচ্চারণের হাতে-কলমে প্রশিক্ষণ নিলেন, যাতে দুর্গা ঠাকুরের পুজোর সঠিক উচ্চারণের মধ্য দিয়ে রাজ্য তথা দেশের মঙ্গল কামনা করতে পারবেন মহিলা পুরোহিতরা।

 

সেখানে যদি সঠিক মন্ত্র উচ্চারিত না হয়, তাহলে মঙ্গলের জায়গায় অমঙ্গলই দেখা দেবে এমনটাই মনে করেন পুরোহিত সমাজ। এবারে পুজোয় বসিরহাটের সবথেকে আকর্ষণীয় হল ৩০ জন মহিলা পুরোহিত ত্রিশটি পুজো মণ্ডপে মন্ত্র পাঠ করবেন এবং বেশ কিছু বুনিয়াদী পুজোয় তারা অংশগ্রহণ করবেন, সঙ্গে থাকবে একাধিক মহিলা ঢাকী ও কাশি বাদ্য। বসিরহাটেৱ রাজবাড়ী থেকে জমিদার বাড়ি সহ বারোয়ারির বিভিন্ন প্যান্ডেলে মহিলা পুরোহিতরা দুর্গাপুজোর আরাধনায় মাতবে, তা বলা বাহুল্য। আজকেই কর্মশালার মধ্য দিয়ে সেই চিত্র উঠে আসলো বসিৱহাটে। বসিরহাটেৱ রাজবাড়ী থেকে জমিদার বাড়ি সহ বারোয়ারির বিভিন্ন প্যান্ডেলে মহিলা পুরোহিতরা দুর্গাপুজোর আরাধনায় মাতবে, তা বলা বাহুল্য। আজকেই কর্মশালার মধ্য দিয়ে সেই চিত্র উঠে আসলো বসিৱহাটে।

 

সংস্কৃত মন্ত্র পাঠে মৃন্ময়ী আগমনী বার্তা সীমান্ত থেকে সুন্দরবন মহিলা পুরোহিতদের। সেখানে যদি সঠিক মন্ত্র উচ্চারিত না হয়, তাহলে মঙ্গলের জায়গায় অমঙ্গলই দেখা দেবে এমনটাই মনে করেন পুরোহিত সমাজ। এবারে পুজোয় বসিরহাটের সবথেকে আকর্ষণীয় হল ৩০ জন মহিলা পুরোহিত ত্রিশটি পুজো মণ্ডপে মন্ত্র পাঠ করবেন এবং বেশ কিছু বুনিয়াদী পুজোয় তারা অংশগ্রহণ করবেন, সঙ্গে থাকবে একাধিক মহিলা ঢাকী ও কাশি বাদ্য। বসিরহাটেৱ রাজবাড়ী থেকে জমিদার বাড়ি সহ বারোয়ারির বিভিন্ন প্যান্ডেলে মহিলা পুরোহিতরা দুর্গাপুজোর আরাধনায় মাতবে, তা বলা বাহুল্য। আজকেই কর্মশালার মধ্য দিয়ে সেই চিত্র উঠে আসলো বসিৱহাটে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....