চারদিন বাতিল ট্রেন, ভোগান্তির আশঙ্কা এই স্টেশনের যাত্রীদের,

চারদিন বাতিল ট্রেন, ভোগান্তির আশঙ্কা এই স্টেশনের যাত্রীদের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

চারদিন বাতিল ট্রেন, ভোগান্তির আশঙ্কা এই স্টেশনের যাত্রীদের, শহর ও শহরতলি জুড়ে চলছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণের কাজ। জোর কদমে এগোচ্ছে কাজ। মেট্রোর কাজের জন্য এবার আংশিক বিঘ্নিত হতে চলেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। জোকা-এসপ্ল্যানেড মেট্রোর (Joka-Esplanade Metro) কাজের জন্য ব্যাহত হবে শিয়ালদহ ও বজবজের মধ্যে ট্রেনের স্বাভাবিক পরিষেবা। মে-জুন মাস মিলিয়ে মোট চারদিন একজোড়া ট্রেন বাতিল থাকবে। মে মাসের ২৩ ও ২৪ তারিখ (মঙ্গলবার ও বুধবার) ৩৪১১২ শিয়ালদহ-বজবজ লোকাল ও ৩৪১১১ বজবজ-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। একইভাবে ৭ জুন ও ১৯ জুনও ওই দুটি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

 

 

 

 

 

উল্লেখ্য, যে দুটি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি সংশ্লিষ্ট রুটের ভোরবেলার প্রথম ট্রেন। ৩৪১১১ বজবজ-শিয়ালদহ লোকালটি ভোর ৪টে ৪৫ মিনিটে বজবজ স্টেশন থেকে ছাড়ে। আবার ৩৪১১২ শিয়ালদহ-বজবজ লোকালটি শিয়ালদহ স্টেশন থেকে ভোর ৩টে ৪৫ মিনিটে ছাড়ে। শিয়ালদহ স্টেশনটি হল শহরের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিন বহু মানুষ নিত্যদিনের কাজের প্রয়োজনে শহরতলি থেকে কলকাতায় আসেন। ভোরবেলার প্রথম ট্রেনে বহু ফুল বিক্রেতা ও সবজি বিক্রেতাও কলকাতায় আসেন রুজি রোজগারের জন্য। ফলে ওই চারদিন ভোরবেলার শিয়ালদহগামী প্রথম বজবজ ট্রেন না মেলায় সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। যাত্রীদের এই সম্ভব্য অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

 

 

 

আরও পড়ুন –   মা বলে চেঁচিয়ে প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা,

 

 

 

 

আগামী ২২/২৩ মে, ২৩/২৪ মে এবং জুন মাসের ৬/৭ তারিখ ও ১৮/১৯ তারিখ রাতের বেলা জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ চলবে। মধ্যরাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে চলবে এই কাজ। সেই কারণে মাঝেরহাট স্টেশনে রাতের বেলা ওই সময়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই একজোড়া ট্রেন সংশ্লিষ্ট দিনগুলিতে বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top