রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে এবার আদালতের দ্বারস্থ, দায়ের হল জনস্বার্থে মামলা

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে এবার আদালতের দ্বারস্থ, দায়ের হল জনস্বার্থে মামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
যোগেশচন্দ্র মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

পুজোর আগে রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত কিছুতেই কমছে না। ডেঙ্গিতে রোজ মারা যাওয়ার খবর আসছে। অসমর্থিত সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত অন্তত ৫০ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এমত অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করা হল। চলতি সপ্তাহেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি।

আরও পড়ুনঃ পুরানো লুকে নতুন ভাবে ধরা দিলেন ক্যাপ্টেন কুল

ডেঙ্গির সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। যে ডেঙ্গি এতদিন মূলত শহরাঞ্চলের মাথাব্যথার কারণ ছিল, তা এখন মফস্বল এমনকী গ্রামাঞ্চলগুলিতেই চিন্তা বাড়িয়েছে। ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে প্রশাসনও দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গি দমনে ব্লু-প্রিন্ট তৈরি করছে। কিন্তু এখনও ডেঙ্গি পর্যন্ত পুরোপুরি সামাল দিয়ে ওঠা সম্ভব হয়নি। এমন অবস্থায় এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক চিকিত্‍সক। চলতি সপ্তাহেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

 

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি তুলেছেন ওই চিকিত্‍সক। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভাগুলি ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ। এমনকী পঞ্চায়েতগুলিও ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ মামলাকারী চিকিত্‍সকের। উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র-রাজ্য চাপানউতর শুরু হয়ে গিয়েছে। দিল্লি বলছে, ডেঙ্গি নিয়ে রাজ্য তথ্য পাঠাচ্ছে না। আবার রাজ্য বলছে, কেন্দ্র থেকে আর্থিক সাহায্য ঠিকঠাক আসছে না। সেই বিষয়টিও তুলে ধরেও মামলাকারী চিকিত্‍সক জানাচ্ছেন, এই জাঁতাকলের মধ্যে পড়ে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।

 

শুধু তাই নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই চিকিত্‍সক। বিভিন্ন হাসপাতালে প্লেটলেটের আকাল রয়েছে বলেও অভিযোগ তুলছেন তিনি। তাঁর বক্তব্য, এসবের জন্যই ডেঙ্গি পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন অবস্থায় তাই জমা জল নিয়ে কঠোর পদক্ষেপ ও র‌্যাপিড ব্লাড টেস্টের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই চিকিত্‍সক। কলকাতা হাইকোর্টে আজ সেই মামলা গ্রহণ করা হয়েছে। এসবের জন্যই ডেঙ্গি পরিস্থিতির অবনতি হচ্ছে। এমন অবস্থায় তাই জমা জল নিয়ে কঠোর পদক্ষেপ ও র‌্যাপিড ব্লাড টেস্টের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই চিকিত্‍সক। কলকাতা হাইকোর্টে আজ সেই মামলা গ্রহণ করা হয়েছে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top