নিজস্ব সংবাদদাতা ৪ জানুয়ারি ২০২১ শিলিগুড়ি: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি দোকান। ক্ষতি কয়েক লক্ষ টাকার সরঞ্জাম। ব্যবসায়ী সূত্রে জানা যায় যে চুরি করে আগুন লাগার ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের আমবারি ফালাকাটা বাজারে। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটার হাট খোলাতে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় কুন্তল মজুমদার এক ব্যবসায়ীর দোকান। ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুরি দমকল বিভাগে। ছুটে আসে একটি দমকলের গাড়ি এবং পরে নিয়ন্ত্রণ আনে আগুন। স্থানীয় সুত্রে আগুন দেখার পর মনে হচ্ছে দোকানে চুরির ঘটনা হবার পর আগুন লাগিয়ে পালিয়ে গেছে চোরের দল। এলাকার ব্যবসায়ি কমিটির সভাপতি গবিন্দ সরকার জানায় চুরি করার পর এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এই বিষয়ে পুলিসের কাছে যাওয়া হবে, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আন্দোলনের পথে হাটবে তাঁরা।
আরও পড়ুন…চলাফেরায় অক্ষম দুই বৃদ্ধ-বৃদ্ধার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিল কালিয়াগঞ্জ পুর প্রশাসন