ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবে বললেন শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, পঞ্চায়েত নির্বাচনের বিপন্নতা দেখছে বাংলা। সকাল থেকেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ আসছে। নির্বাচনের প্রথমার্ধেই মৃত্যু হয়েছে ৯ জনের। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে চলছে দুর্বৃত্তদের দাপাদাপি। এমনকি সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনেও বিরোধীদের গুলি ছুড়তে দেখা গিয়েছে। তারপরও শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য, “আজকে এখনও পর্যন্ত যা ভোট চলছে, সব মিলিয়ে শুধু ৪৬ টা বুথ থেকে ছোট বড় কিছু খবর আসছে। তাদের মধ্যে কিছু মৃত্যু রয়েছে। অনভিপ্রেত। আমাদের কর্মীরাদের মৃত্যু হয়েছে। আমাদের কর্মীদের টার্গেট করে মারছে বিজেপি।” কুণাল ঘোষের (Kunal Ghosh) যুক্তি, “৪৬ টা বুথে গন্ডগোল হচ্ছে। আর মোট বুথ ৬১ হাজারেরও বেশি। তাই ভোট প্রহসন, এটা কথা বলার কোনও জাস্টিফিকেশন নেই।”
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভোট হিংসার প্রতিবাদে সরব হয়েছেন। সে প্রশ্নে, বিরোধীদের উদ্দেশে শাসকদলের মুখপাত্রের (kunal Ghosh) বক্তব্য, ” কমরেডরা কি অতীত ভুলে গেল? বিজেপি ত্রিপুরার (Tripura) কথা কি ভুলে গেল? শুভেন্দু অধিকারীর কোনও জনভিত্তি নেই। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পরাজয় নিশ্চিত বুঝে ভুলভাল বলছেন।”
কুণাল ঘোষের যুক্তি, “৪৬ টা বুথে গন্ডগোল হচ্ছে। আর মোট বুথ ৬১ হাজারেরও বেশি। তাই ভোট প্রহসন, এটা কথা বলার কোনও জাস্টিফিকেশন নেই।”
আরও পড়ুন – রাজ্য পুলিশেরই কর্মী হাতজোড় করে সুকান্তকে বললেন আমায় মেরে ফেলবে, বুথ থেকে…
আরও পড়ুন – মোদী পদবি মামলায় রাহুলের সাজার রায় নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস
সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। তাঁর বক্তব্য, “মিডিয়ার একাংশ আতঙ্কের বিপণন করছে। উৎসবের মেজাজে যে ভোট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এলাকায়, তা সমানভাবে সামনে আসছে না।”
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )