Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
হাওড়া পুরসভার রাস্তা পরিষ্কারের জন্য এল অত্যাধুনিক মেশিন।

হাওড়া পুরসভার নয়া উদ্যোগ, রাস্তা পরিষ্কারের জন্য এল অত্যাধুনিক মেশিন,

হাওড়া পুরসভার নয়া উদ্যোগ, রাস্তা পরিষ্কারের জন্য এল অত্যাধুনিক মেশিন,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

হাওড়া পুরসভার নয়া উদ্যোগ, রাস্তা পরিষ্কারের জন্য এল অত্যাধুনিক মেশিন, হাওড়া পুরসভার রাস্তা পরিষ্কারের জন্য এল অত্যাধুনিক মেশিন। শুক্রবার এই মেশিনের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী। শহরকে জঞ্জাল ও দূষণ মুক্ত করতে বদ্ধ পরিকর পুরসভা। নতুন এই মেশিন সাফাইয়ের কাজে অনেকটাই সাহায্য করবে বলে জানাচ্ছে পুরসভার আধিকারিকরা। হাওড়া পুরসভার সাফাই বিভাগের আয়োজনে হাওড়া পুর নিগমের ভেতরের রাস্তায় একটি মেশিন উদ্বোধন করলেন হাওড়া পুর নিগমের চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী মহাশয় সেই মেশিনটিকে পুজো দিয়ে নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন। পুর নিগমের চেয়ারম্যান জানালেন, হাওড়া শহরের যত রাজপথ আছে। সেই রাস্তাগুলি এই মেশিনের দ্বারা পরিষ্কার রাখা হবে। পুর নিগমের লক্ষ্য গ্রীন হাওড়া ক্লিন হাওড়া। আজকে আনুষ্ঠানিকভাবে এই মেশিনের সূচনা করা হল। পরবর্তীকালে আরেকটি মেশিন আনা হবে বলে জানালেন চেয়ারম্যান।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, দুদিন আগেই হাওড়া পুরসভায় ভাগাড় এলাকায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ১০ লাখ মেট্রিক টনের বেশি জঞ্জাল জমা হয় ভাগাড় এলাকায়। এর ফলে শহরে দূষণের মাত্রা বাড়তে থাকে।

 

 

 

 

কেএমডিএ-র তরফে বায়ো মাইনিং প্রকল্পের কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন পদ্ধতির মাধ্যমে জঞ্জালের তিনটি পাহাড়কে মাটিতে মিশিয়ে দেওয়ার কাজ করা হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে জঞ্জাল থেকে শক্তি উৎপাদন করা হবে বলেও পরিকল্পনা করা হয়েছে। গোটা এলাকাকে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্ক হিসাবে গড়ে তোলার জন্য খরচ করা হবে মোট ৭০ কোটি টাকা।

 

 

 

 

গাড়িগুলোকে রোড ক্লিপার গাড়ি বলা হয়। এর কাজ হল রাস্তায় যত ময়লা পড়ে থাকবে সেগুলোকে পরিষ্কার করা এবং তার পাশাপাশি জল দেওয়া। একেকটি গাড়িগুলোর মূল্য ৪৫ লাখ টাকা। হাওড়াতে এই ধরনের অত্যাধুনিক রোড ক্লিনিং গাড়ি প্রথম চালু করা হল। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

হাওড়া পুর নিগমের অনুমোদনে এই মেশিন দুটি পাওয়া গিয়েছে রাস্তা পরিষ্কারের জন্য। হাওড়াবাসীর কাছে এটি একটি বড় পাওনা। তবে অনেকেই বলছেন, মেশিনের ব্যবস্থা করার কারণে সাফাই কর্মীরা কর্ম সংস্থান হারাবে। বিরোধীদের কটাক্ষ, নতুন মেশিন সংস্থান কেড়ে নেবে অনেক কর্মীদের।

 

 

 

আরও পড়ুন –  এগরা বিস্ফোরণে অভিযুক্ত ভানুর মৃত্যু, সরকারের ঘোষণা মতো আর্থিক সাহায্য পাবে পরিবার?

 

 

 

তবে পুর চেয়ারম্যান জানান, হাওড়া শহরে বড় রাস্তা বাদে অনেক ছোটখাটো রাস্তা আছে। যেগুলোতে সাফাই কর্মীরা কাজ করবে। এই মেশিনের মাধ্যমে শুধুমাত্র বড় রাস্তাগুলোই সাফাই করা যাবে।।তাই কারও কর্মসংস্থান ছেদ হওয়ার কোনও কারণ নেই বলে জানান হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top