ফের চিতাবাঘের হামলায় আক্রান্ত এক কিশোরী

ফের চিতাবাঘের হামলায় আক্রান্ত এক কিশোরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ ডিসেম্বর ২০২০ দার্জিলিং: শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের রাঙাপানি এলাকায় চিতা বাঘের হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার  ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরের  কাজীগজ এলাকায় চা বাগানে চিতা বাঘের হামলায় জখম হল প্রায় ১২ বছর বয়সী এক কিশোরী।

আক্রান্ত কিশোরীর নাম মিনতি পাহান। কিশোরীর মা গনবতি পাহান জানান বাড়ির জন্য চা গাছ থেকে চা পাতা আনতে গিয়েছিল মিনতি। আচমকা পেছন থেকে একটি চিতাবাঘ তাঁকে  আক্রমণ করে। তাঁর  চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই চিতাটি পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে বিধান নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। তাঁর  মাথায় ৫ টি  এবং পিঠে ৪ টি সেলাই পড়েছে। কিশোরীর পিঠে ও মাতায় চিতাবাঘের হামলার  একাধিক ক্ষত রয়েছে। বিধান নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে  কিশোরীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেশ কিছুদিন থেকেই ফাঁসিদেওয়া ব্লকের চিতা বাঘের উপস্থিত টের পাচ্ছিল স্থানীয়রা । এদিন বিধান নগর এলাকায় এমন চিতাবাঘের হামলার ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন…বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল  রায়গঞ্জে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top