নিজস্ব সংবাদদাতা ৩০ ডিসেম্বর ২০২০ উত্তর দিনাজপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন ময়দানে বঙ্গধ্বনি যাত্রা সমাপ্তির ধন্যবাদ ঞ্জাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার,রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায়,রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস কুমার ঘোষ প্রমুখ। রায়গঞ্জ বিধানসভার প্রতিটি ওয়ার্ডে এবং সংসদে বঙ্গধ্বনি যাত্রা গত ১ ডিসেম্বর থেকে টানা ২৯ ডিসেম্বর চলার পর আজ ছিল সমাপ্তি অনুষ্ঠান। এদিন রাজ্যের বিভিন্ন প্রকল্পগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, তৃনমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রাকে জেলার সর্বস্তরের মানুষ সমর্থন করেছেন। হাজার হাজার মানুষ দলের পাশে এসে দাঁড়িয়েছে৷ মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন। সাধারন মানুষ তৃনমূল কংগ্রেসের এই বঙ্গধ্বনি যাত্রাকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
আরও পড়ুন…কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত মৎস্যজীবী,গ্রামে দেহ ফিরিয়ে আনলো দুই সঙ্গী