নিজস্ব সংবাদদাতা ২৩ অক্টোবর ২০২০ দক্ষিণ ২৪পরগণা: নাতনিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লালবাটি গ্রামের।
মৃত মহিলা মিলন প্রামানিক(৪২) ও আহত অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি বৃষ্টি মন্ডল (১২)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন লালবাটি গ্রামে পুকুরের পাড়ে বিদ্যুতের তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে বৃষ্টি মন্ডল। পরে বৃষ্টিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে মিলন প্রামানিক তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
আরও পড়ুন…কলেজ ক্যাজুয়েল এমপ্লয়িজ সমিতির জাতীয় সড়ক অবরোধ
পরে স্থানীয় বাসীন্দারা দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিলন প্রামানিককে মৃত বলে জানায়। অন্যদিকে বৃষ্টি মন্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ।