নিজস্ব সংবাদদাতা ৩ ডিসেম্বর ২০২০ সল্টলেক (বিধান নগর): সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার এক যুবক। গতকাল রাজারহাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃত যুবকের নাম শাহনওয়াজ হোসেন। বিহারের মুজাফফরপুরের বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, রাজারহাট এলাকার একটি অভিজাত আবাসনের বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে শাহনওয়াজ হোসেনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, ওই মহিলা যে আবাসনে থাকতেন সেই আবাসনের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করত বিহারের মুজাফফরপুরের বাসিন্দা শাহনওয়াজ হোসেন। সেখান থেকে ওই মহিলার সঙ্গে পরিচয় হয়। এরপর আসতে আসতে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শাহনওয়াজ হোসেনের অনুরোধে মহিলাটি তাঁর স্পা এন্ড গ্রূমিং সেন্টারে শাহনওয়াজ হোসেনকে চাকরি দেয়। এরপরে তাদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। এরপর মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহুর্তের কিছু ছবি তুলে রাখে শাহনওয়াজ হোসেন। ওই মহিলাকে হুমকি দিয়ে একাধিকবার টাকা আদায় করে অভিযুক্ত। এরপর বেশ কয়েকবার টাকা দেন ওই মহিলা। পরবর্তীকালে ওই মহিলা টাকা দিতে অস্বীকার করেন। এরপর শাহনওয়াজ হোসেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মহিলার স্বামী এবং আত্মীয়স্বজনকে পাঠিয়ে দেয় পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দেয় শাহনওয়াজ হোসেন। এরপর ওই মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রাজারহাট এলাকা থেকে শাহনওয়াজ হোসেনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন…বিধ্বংসী আগুনে পুড়ে গেল দশটি ঝুপড়ি
আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।