ঝাড়গ্রামে ফের হাতির হামলার ঘটনায় জখম এক যুবক। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের সগড়ভাঙা এলাকায়। হাতির হামলায় আহত হয় ওই গ্রামের যুবক কৃষ্ণপদ মাহাতো।তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে।ওই ঘটনার ফলে ওই এলাকায় হাতির হামলার আশংকার পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় বন বিভাগের আধিকারিকরা।
ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেন বন বিভাগের আধিকারিকরা।সেই সঙ্গে হাতির হামলায় আহত যুবকের চিকিৎসার জন্য বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আহত যুবকের পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন বন বিভাগের আধিকারিকরা। তবে যেভাবে ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে।
ঘরবাড়ি ও ফসলের পাশাপাশি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে হাতির দল। তাই গ্রামবাসীরা ওই এলাকা থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের আধিকারিদের জানান। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সন্ধের সময় যাতায়াত করতে নিষেধ করা হয়েছে, হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে।গ্রামে হাতি ঢুকলে বন দফতর কে জানানোর জন্য গ্রামবাসীদের জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা।
আরও পড়ুন – ২০২২ শেষে ফিরে দেখা নিয়োগ দুর্নীতি
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাতির হামলার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের সগড়ভাঙা এলাকায়। হাতির হামলায় আহত হয় ওই গ্রামের যুবক কৃষ্ণপদ মাহাতো।তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে।ওই ঘটনার ফলে ওই এলাকায় হাতির হামলার আশংকার পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় বন বিভাগের আধিকারিকরা। ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেন বন বিভাগের আধিকারিকরা।
সেই সঙ্গে হাতির হামলায় আহত যুবকের চিকিৎসার জন্য বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আহত যুবকের পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন বন বিভাগের আধিকারিকরা। তবে যেভাবে ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। ঘরবাড়ি ও ফসলের পাশাপাশি মানুষের উপর আক্রমণ চালাচ্ছে হাতির দল। তাই গ্রামবাসীরা ওই এলাকা থেকে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরের আধিকারিদের জানান। ঝাড়গ্রামে ফের