নিজস্ব সংবাদদাতা ১৮ ডিসেম্বর ২০২০ : এয়ারপোর্ট এর বাসিন্দা শিল্পী চৌধুরী চলতি মাসের গত ১০ তারিখে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগে উল্লেখ করা হয় কোনো একটি সংস্থা অভিযোগকারীকে এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে ১ লক্ষ ৫০ হাজার নিয়েছে।
দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও অভিযোগকারীকে ঘোরাচ্ছিল। এরপর অভিযোগকারী ওই মহিলা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করলে পরবর্তীকালে অভিযোগকারী ওই মহিলা কে একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। সন্দেহ হলে অভিযোগকারী ওই মহিলা এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে গতকাল ৩ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা বিভিন্ন নামের বেশ কয়েকটি ভুয়ো সংস্থা চালায় সেই সংস্থার মাধ্যমে মানুষকে প্রতারিত করে। এখনো পর্যন্ত বহু মানুষকে এভাবে প্রতারিত করেছে এই সংস্থা। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আদালতে ধৃত ৩ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত করবে এই সংস্থার সঙ্গে আরও কারা কারা জড়িত এবং এরকমভাবে আর কত জনের সাথে প্রতারণা করেছে।
আরও পড়ুন…করোনা সংক্রমণ কমাতে বিষ্ণুপুর কালীবাড়ির পুজোয় বন্ধ থাকছে মেলা