Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Taliban leader Mollah Abdul Gani Baradar returns to Afghanistan

আফগানিস্তানে (Afghanistan) ফিরেছেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর (Abdul Gani Baradar)

আফগানিস্তানে (Afghanistan) ফিরেছেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর (Abdul Gani Baradar)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Afghanistan
আফগানিস্তানে (Afghanistan) ফিরেছেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি  বরাদর (Abdul Gani Baradar)
ছবি ঃ সংগ্রহ সাইন টিভি

 

আফগানিস্তানের রাজধানী   কাবুল দখলের পরই আফগানিস্তানে (Afghanistan) ফিরেছেন তালিবান নেতা মোল্লা আব্দুল গনি বরাদর (Abdul Gani Baradar)।  সূত্রের খবর, মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে ফিরেই আফগান সরকারের সঙ্গে বৈঠক করেন তিনি। তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে শেষ পর্যায়ের শান্তি বৈঠক হয়।  এরপরেই চড়তে শুরু করে গুঞ্জন। তাহলে  কি আফগানিস্তানের (Afghanistan) পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন বরাদর? জল্পনা তুঙ্গে।

 

সূত্রের খবর, আফগানিস্তানের (Afghanistan) নয়া তালিবান সরকারের নেতৃত্বে থাকতে পারেন বরাদর। তবে এই সরকার শুধু তালিবান প্রতিনিধিদের নিয়ে গড়া হবে, নাকি অন্য গোষ্ঠীও ক্ষমতায় স্থান পাবেন, তা নিয়ে কিছু জানা যায়নি।

 

এদিকে তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন মোল্লা আব্দুল গনি বরাদর (Abdul Gani Baradar) । ওমরের উত্তরসূরি হিসেবেও তাঁর নাম প্রকাশ্যে এসেছিল। ২০১০ সালে পাকিস্তানের কারাচিতে গ্রেপ্তার হয়েছিলেন এই নেতা। তবে ২০১৫ সালে আমেরিকার বিমানহানায় ওমর মারা যান। তারপর তালিবানের নেতা হন আখতার মনসুর।

 

আর ও পড়ুন  কারাগারে অনেকটা নীরবে সময় কাটচ্ছে বাংলাদেশের (Bangladesh) নায়িকা পরীমনি (Porimoni)

 

তিনি ২০১৬ সালে ড্রোন হামলায় মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন হিবাতুল্লা আখুন্দজাদা। ২০১৮ সালে তালিবান সংগঠনে যোগ দেন একাধিক নেতা। তখন দলের প্রথম চার নেতার তালিকায় স্থান পান বরাদর। জানা গিয়েছে, তালিবান প্রতিষ্ঠাতা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবের সঙ্গে বরাদরের সম্পর্ক অত্যন্ত ভালো।

 

তবে সংগঠনের আরেক শীর্ষনেতা সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে নানা প্রশ্নে মতভেদ রয়েছে তালিবান নেতা বরাদরের। তাই তালিবানি ক্ষমতায় পরবর্তী প্রেসিডেন্ট বরাদর (Abdul Gani Baradar) হবেন কিনা, সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top