বুধবার ইডি দফতর পৌঁছালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কড়া নিরাপত্তা দফতরের বাইরে

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে নয়, ইডি দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটায় ঠিক ১১ঃ৩৫ মিনিট নাগাদ তাঁর গাড়ি ঢুকল ইডি দফতরে। বুধবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

 

বুধবার সকাল ১১:১২ মিনিটে কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে অভিষেকের কনভয় রওনা দেয় সল্টলেক। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার তলব করেছিল ইডি। জল্পনা ছিল তিনি আসবেন কি আসবেন না। কারণ আজই দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে তৃণমূলের তরফে অভিষেকের থাকার কথা ছিল। কিন্তু মঙ্গলবারই অভিষেক জানান তিনি সিজিও যাবেন।

আরও পড়ুনঃ আবাস যোজনার টাকা দিয়ে দোকানঘর তৈরি, তৃণমূল নেতার এমন কান্ডে কোন্দল গ্রামে

সেইমতোই এদিন সকালে ইডি দফতরের বাইরে ছিল কড়া নিরাপত্তা। সিজিও কমপ্লেক্সে অন্যান্য দফতরেরও অফিস রয়েছে। এদিন সকাল থেকে দেখা যায়, সেখানে যাঁরাই ঢুকছেন তাঁদের পরিচয় পত্র দেখতে চাইছে পুলিশ। তারপর স্ক্যান করে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

ইডি সূত্রে খবর, ‘লিপ্স অ্যান্ড বাউন্ড’ খাতায় কলমে জানিয়েছে তাঁদের সংস্থা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। ফলত, গোয়েন্দাদের প্রশ্ন থাকতে পারে কবে থেকে জলের ব্যবসা শুরু করেছে এই কোম্পানি? সেই জল কোথায়-কোথায় কাদের কাছে যায়। শুধু তাই নয়, এই সংস্থার বার্ষিক আয় কত, কোথাও ঋণ রয়েছে কি না, টাকার উৎসই বা কী? আজ এই সমস্ত তথ্য়ই অভিষেকের কাছে জানতে চাইতে পারেন ইডি আধিকারিকরা।

 

আজ আদালতে মৌখিক রক্ষাকবচ নিয়ে ইডি দফতরে আসবেন তৃণমূল সাংসদ। ইডি সূত্রে খবর, তাঁকে মূলত প্রশ্ন করা হতে পারে ‘লিপ্স অ্যান্ড বাউন্ড’ নিয়ে। যেহেতু তিনি নিজেই ওই সংস্থাকে ‘আমার কোম্পানি’ হিসাবে দাবি করেছিলেন, সেই কারণে ইডি আধিকারিকরা তাঁর কাছ থেকে জানতে চান এই সংস্থার কোন কোন বিষয় দেখাশোনা করতেন অভিষেক।

 

একপক্ষের গলায় যখন প্রতিহিংসা, ষড়যন্ত্রের তত্ত্ব। তখন আর এক পক্ষ সরব, ‘দুর্নীতির জবাব চাই, শাস্তি চাই’ এই স্লোগান তুলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নম্বর টু আর তাঁকে কেন্দ্রীয় এজেন্সির তলবের লিস্টটা কিন্তু ছোটখাটো নয় মোটেও। ‘তিনি কারও বাবার চাকর নন। যতবার ডাকবে, ততবারই যেতে হবে নাকি?’ এহেন ক্ষোভের বিস্ফোরণও কিছুদিন আগে দেখা গিয়েছিল, খোদ অভিষেকের গলাতেই। পঞ্চায়েত ভোটপর্বে বারবার তলব করা হয়। গিয়েছিলেন একবার। তারপর আর না।

en.wikipedia.org