আদালতের নির্দেশে শেষমেষ গভীর রাতে ইডি অফিসে নথি জমা করলেন অভিষেক

অমিত শাহের দুর্গাপুজো উদ্বোধন নিয়ে এবার কটাক্ষ অভিষেকের

প্রাথমিক নিয়োগ মামলায় তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সংস্থা লিপস এন্ড বাউন্সের তথ্য তলব করেছিল ইডি। ১০ অক্টোবরের মধ্যে সেই তথ্য ইডি অফিসে পেশ করার কথা ছিল অভিষেকের। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও সেই তথ্য পেশ করেননি তিনি। এর পরেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’’ শেষমেষ গতকাল গভীর রাতে, হাই কোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এই মামলায় আজ সকালে ইডি অফিসে হাজিরা দিয়েছেন অভিষেক পত্নী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ সিজিও পৌঁছালেন অভিষেক পত্নী রুজিরা

মঙ্গলবারই কলকাতা হাই কোর্ট জানায়, অভিষেক যদি আদালতের নির্দেশ না মানেন, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ইডি। নিয়োগ মামলায় অভিষেকের কাছে ইডি যে নথি চেয়েছিল, সেই সব নথি মঙ্গলবার, ১০ অক্টোবর জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অভিষেকের তরফ থেকে কোনও নথি জমা দেওয়া হয়নি ইডির দফতরে। এর পরেই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে ইডি।’’ শেষমেষ গতকাল গভীর রাতে, হাই কোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

উল্লেখ্য, নিয়োগ মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্রে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নাম উঠে আসে। ওই সংস্থায় তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। অভিযোগ, সে সময় সংস্থার কম্পিউটারে তারা ১৬ টি  ফাইল ডাউনলোড করে দিয়ে এসেছিল। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংস্থার সমস্ত ডিরেক্টর দের সম্পত্তির বিবরণ চেয়ে পাঠিয়েছিল ইডি। পাশাপাশি, এই মামলায় তলব করা হয়েছিল অভিষেক সহ তাঁর বাবা অমিত বন্দোপাধ্যায় এবং মা লতা বন্দোপাধ্যায়কেও। পাশাপাশি, অভিষেককেও তলব করা হয়েছিল। রুজিরা বাদে পরিবারের বাকি তিন সদস্য়ই হাজিরা এড়িয়ে গিয়েছেন।

 

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস এর। তদন্তকারী সংস্থার অনুমান সেখান থেকে প্রচুর টাকা রুজিরার ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হয়েছে। সেই ভিত্তিতেই আজ তাকে সিজিওতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বয়ান রেকর্ড করা হবে রুজিরার।

en.wikipedia.org