বিজেপি নেতার বাড়ি ঘেরাও মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR দায়ের করলেন বিজেপ নেতা রাজর্ষি লাহিড়ী

বিজেপি নেতার বাড়ি ঘেরাও মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR দায়ের করলেন বিজেপ নেতা রাজর্ষি লাহিড়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিজেপি নেতার বাড়ি ঘেরাও মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী  , তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের । একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৫ অগস্ট ব্লক থেকে বুথ স্তরে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। এবার সেই বক্তব্যকে সামনে রেখে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রবীন্দ্র সরোবর থানায় অভিষেক বন্দোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন। তাঁর বক্তব্য, ঘেরাও করা বেআইনি, তাই এই ধরনের কাজ করা যায় না। তাই অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা।

 

 

 

 

 

 

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছিলেন, ” ব্লক থেকে শুরু করে বুথ, সব স্তরে যত বিজেপি নেতা আছে আপনাদের এলাকায়, একটা তালিকা তৈরি করুন। আগামী ৫ অগাস্ট শনিবার শান্তিপূর্ণভাবে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাড়ি ঘেরাও করুন। ” তবে তিনি এটা স্পষ্ট করে দিয়েছিলেন, বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাঁদের ছেড়ে দিতে হবে। তখন মনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিষেকের বক্তব্য কিছুটা শুধরে দেন তিনি। মমতা বলেন, “বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে করবে। ইলেকশনে যেমন ১০০ মিটার দূরে ক্যাম্প হয়। যাতে কেউ বলতে পারবে না অবরুদ্ধ করা হয়েছে।” মূলত একশো দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক।

 

 

 

 

 

আরও পড়ুন – সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়,

 

 

 

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা প্রথম কথার ভিত্তিতেই ময়দানে নেমে পড়েন বিজেপি কর্মীরা। শুরু হয় রাজনৈতিক বিতর্কও। ইতিমধ্যেই সেই কথার ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগকারীদের বক্তব্য, অভিষেক যা বলেছেন, তা আইন বিরুদ্ধে। আর তার ভুল বার্তা নীচু তলার কর্মীদের মধ্যে পৌঁছবে। এতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top