রাজভবনে ধর্ণামঞ্চ চলাকালীন মধ্যরাতে অভিষেকের সঙ্গে দেখা করতে এল রুজিরা

রাজভবনে ধর্ণামঞ্চ চলাকালীন মধ্যরাতে অভিষেকের সঙ্গে দেখা করতে এল রুজিরা

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে অভিযান করেছে তৃণমূল কংগ্রেস। শেষ দিনের কর্মসূচির দিন কৃষি ভবনে দিল্লি পুলিশ আটক করেছিল অভিষেক সহ বাকি নেতা কর্মীদের। এরপর দিল্লি থেকেই বৃহস্পতিবার রাজভবন অভিযানের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল দুপুরে অভিষেকে নেতৃত্বে সেই অভিযান হয়। সারারাত ঘরে চলে রাজভবনের সামনে বিক্ষোভ। আর সেই অবস্থান বিক্ষোভ চলাকালীন রাজভবনের সামনে দেখা গেল অভিষেক পত্নী রুজিরাকে। বৃহস্পতিবার মধ্যরাতে তিনি এসেছিলেন অভিষেকের সঙ্গে দেখা করতে।

আরও পড়ুনঃ প্রায় ১৯ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোয় ইডি

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্রথমে কলকাতা থেকে দিল্লিতে কর্মসূচি, সেখান থেকে কলকাতায় ফিরে রাজভবন অভিযান করে তৃণমূল। আর তৃণমূল যখন রাজভবন অভিযানে, তখন রাজ্যপাল উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে করে সেখানে থেকেই ফিরে গেলেন দিল্লিতে। এই পরিস্থিতিতে ধর্নামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করছেন, ততক্ষণ অবস্থান চলবে।

 

অভিষেক বৃহস্পতিবারই বলেন, ‘রাজ্য়পাল যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা এই ধর্নামঞ্চ ছেড়ে যাব না। আমরা এখানেই থাকব। আমরা শান্তিপূর্ণভাবে চালাব, আমি এখানেই রাত কাটাব, এখানেই বসে থাকব। মোদি সরকারের যা জেদ, তার ১০ গুণ জেদ আমার। বিজেপির প্রতিনিধি দলকে আপনি একটা ফোনে সাক্ষাৎ করার সময়ের জন্য় অ্য়াপয়েন্টমেন্ট দিতে পারেন। আর ২-৩ বার লিখিত মেল পাঠানো, চিঠি দেওয়ার পরও আমাদের সাক্ষাৎ দেওয়া হচ্ছে না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের ধর্না, আমাদের কর্মসূচি চালাব। আমরা আজকে রাত ৯টা অবধি কর্মসূচি চালাব। তারপর আজকের মতো কর্মসূচি শেষ হবে। কাল সকাল ১১টা থেকে আবার কর্মসূচি শুরু হবে। আর আমি এখানেই থাকব। একচুল কোথাও নড়ব না। যতক্ষণ আমাদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য়পাল সাক্ষাৎ করে, আমাদের দুটো প্রশ্নের জবাব দিচ্ছেন।’

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর কথা মতো রাত কাটান ধর্না মঞ্চেই। অন্য়দিকে, বৃহস্পতিবারই  ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করার জন্য় ইডিকে কার্যত সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ED-কে কার্যত ভর্ৎসনা করে, আদালত বলে,  ১৯ মাস ধরে আপনারা কিছুই করেননি। ইডির উদ্দেশে বিচারপতিরা বলেন, আগে আপনারা নথি জমা নিন।  সেগুলো দেখুন। তারপর প্রয়োজন পড়লে ডেকে পাঠান, জিজ্ঞাসাবাদ করুন। ১২ ঘণ্টা, ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করুন। শেষ না হলে আবার পরের দিন ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষ করুন।  আরও তথ্য সংগ্রহ করুন। অভিষেক বন্দোপাধ্যায়ের নথি দেখে আপনাদের প্রশ্নপত্র পরিবর্তনের প্রয়োজনও হতে পারে।

en.wikipedia.org