মঙ্গলবার মমতার স্পেন সফর আর বুধবার ইডির তলব অভিষেকের, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

মঙ্গলবার মমতার স্পেন সফর আর বুধবার ইডির তলব অভিষেকের, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
"আমরা ভয় পায়না", অভিষেকের জিজ্ঞাসাবাদ চলাকালীন ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের

আগামী ১২ সেপ্টেম্বর স্পেন সফরের উদ্দেশ্যে  রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার ঠিক পরের দিন অর্থাত্‍ ১৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটট। অন্যদিকে ওইদিনই আবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় কমিটির প্রথম মিটিং রয়েছে (INDIA coordination committee meeting)। অভিষেক নিজেও সেই কমিটির একজন সদস্য। সেই একই দিনে তাঁকে ডেকে পাঠাল ইডি। আর এর মদ্ধ্যে ষড়যন্ত্র দেখছে তৃণমূল।

 

রবিবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে ইডির তাঁকে তলব করার খবরটি জানিয়েছেন। ইন্ডিয়ার কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিনেই তাঁকে ডেকে পাঠানোর ঘটনাকে মোটেও ভাল চোখে দেখছে না রাজ্যের শাসক দল। এর তীব্র প্রতিবাদ জানিয়ে  অভিষেক নিশানা করেছেন ‘৫৬ ইঞ্চির ছাতি’কে। টুইটে ‘ফিয়ার ইন ইন্ডিয়া’ হ্যাশট্যাগ দিয়ে অভিষেক লেখেন, ‘৫৬ ইঞ্চির ছাতির ভীরুতা এবং অন্তঃসারশূন্যতা দেখে অবাক না হয়ে উপায় কী!’

 

১২ তারিখ স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মমতা। ঠিক তার পরের দিনই সমন্বয় কমিটির মিটিং-এর দিন অভিষেককে এভাবে তলব করায় (ED summons Abhishek) ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর স্পেন সফরের পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে বিজেপি আসলে এই সফর নষ্ট করতে চাইছে। কেন্দ্রীয় এজেন্সিকে ‘ভাড়াটে এজেন্সি’ বলে দাবি করে কুণাল বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকের দিন অভিষেককে ডেকে পাঠানো আসলে বিজেপির বড় ষড়যন্ত্র।

আরও পড়ুনঃ “কলকাতার রাস্তা থেকে গোলামচির চিহ্ন উপড়ে ফেলা হবে।” রবিবার নিজের লোকসভা কেন্দ্র থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

উল্লেখ্য, এর আগে শেষবার অভিষেককে ইডি ডেকে পাঠিয়েছিল পঞ্চায়েত ভোটের আগে। সেই সময় নবজোয়ার যাত্রায় ভোটের প্রচারে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও সেবারে যাত্রা থেকেই অভিষেক সাফ জানিয়েছিলেন, ভোটের আগে ইডির কাছে হাজিরা দিয়ে নষ্ট করার মতো সময় নেই তাঁর কাছে। পঞ্চায়েত নির্বাচন মেটার পর ডাকলে যাবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে তারপর আর তাঁকে তলব করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেও আসেন অভিষেক।

 

যদিও এবারের তলবে তিনি হাজিরা দেবেন কিনা সে ব্যাপারে এখনও কিছু জানাননি অভিষেক। রবিবার বিকেলেই দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন মমতা। তবে অভিষেককে তলবের ব্যাপারে এখনও মুখ খোলেননি তিনি। তাঁর বিদেশ সফরের আগে হাতে রয়েছে আর আজকের দিন। তাই আজ মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার।

 

উল্লেখ্য, লিপস এন্ড বাউন্ডস সংক্রান্ত একটি মামলার শুনানিতে ইডি জানিয়েছিল, এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ওই সংস্থার সিইও পদে রয়েছেন। এরপরেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কেন অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হচ্ছে না। আগামী ১৪ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার আগেই তলব করা হল অভিষেককে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top