অভিষেক বন্দ্যোপাধ্যায় কি স্বস্তি পাবেন ? আগামী ৫ সেপ্টেম্বর চূড়ান্ত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে অভিযোগ দায়ের করেছে, তার থেকে অব্যাহতি মিলবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত রায় দেয়নি কলকাতা হাইকোর্ট। আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। এদিন বিচারপতি জানান, আগামী ৫ সেপ্টেম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে। অর্থাৎ সে দিনই জানা যাবে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্বস্তি পাবেন কি না। এফআইআর থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হন সাংসদ। তাঁর হয়ে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এখনও পর্যন্ত কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেককে।
পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তাতে কিছুটা অস্বস্তি বেড়েছে রাজ্যের। ইডি (ED) বা সিবিআই-কে দিয়ে তদন্ত করানোর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা বহাল রেখেছে শীর্ষ আদালত। শুধু তাই নয়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতির মধ্যে যোগ থাকতে পারে। একই লোক ওএমআর শিট তৈরি করেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। আইনজীবী কপিল সিবাল দাবি করেন, এই মামলার সঙ্গে ইডির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন – কর্মী-সংখ্যায় ভারসাম্য রাখতে গিয়ে বাড়তি ‘চাপে’ পুলিশ, লালবাজারের নির্দেশ মানতে গিয়ে কি…
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেকের নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। পরে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারবে ইডি। এরপরই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হন সাংসদ। তাঁর হয়ে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এখনও পর্যন্ত কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেককে।
( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )