Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
‘বেইমানদের দলে ফেরানো হবে না’, কড়া বার্তা অভিষেকের,

‘বেইমানদের দলে ফেরানো হবে না’, কড়া বার্তা অভিষেকের,

‘বেইমানদের দলে ফেরানো হবে না’, কড়া বার্তা অভিষেকের,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বেইমানদের দলে ফেরানো হবে না’, কড়া বার্তা অভিষেকের, গোঁজ প্রার্থীদের নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায়-জেলায় ‘নবজোয়ার’ কর্মসূচিতে বারংবার বার্তা দিয়ে বলেছিলেন যে, টিকিট না পেয়ে যাঁরা নির্দলে দাঁড়াবেন তাঁদের কোনও ভাবেই বরদাস্ত করবে না দল। দলবদলু সেই সকল বিক্ষুব্ধদের পুনরায় কড়া বার্তা দেন তৃণমূল ‘সেনাপতি’। বলেন, “কোথাও কোথাও যদি কেউ নির্দল হয়ে দাঁড়ায়,পার্টির সঙ্গে বেইমানি করে,তাহলে সেই বেইমানগুলোকে দলে আর নেওয়া হবে না। পার্টির শৃঙ্খলার উর্ধে কেউ নন। আমিও নই।”

 

 

 

 

এর আগে গত পুরসভা নির্বাচনে নির্দল কাঁটায় বিদ্ধ হয়েছিল শাসকদল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় নির্দলদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছিলেন যে যাঁরা দল ছেড়ে বেরচ্ছেন তাঁদের আর ফিরিয়ে নেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরভোটের মত পঞ্চায়েতেও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই কারণেই আরও তৎপর তৃণমূল নেতৃত্ব।

 

 

 

 

শুক্রবার আবারও বিক্ষুব্ধদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিষেক। বললেন, “মানুষ যাঁকে মান্যতা দিয়েছে তাঁকেই আমরা প্রার্থী করেছি। জোড়া ফুলের চিহ্ন যাঁর কাছে থাকবে সেই প্রার্থী।” বস্তুত, অভিষেকের বার্তা যে নিচু তলার কর্মীরা কানে তুলছে না, তা জেলাগুলির চিত্র দেখলেই বোঝা যায়। উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলায় লাগাতার দল বদলের খবর সামনে আসছে। কেউ বিক্ষুব্ধ, কেউ আবার টিকিট না পাওয়ার আশঙ্কা থেকে দলবদল করেছেন।

 

 

 

আরও পড়ুন –  লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা বললেন ‘তৃণমূলকে জেতান, না-হলে লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে!’,

 

 

দলবদলু সেই সকল বিক্ষুব্ধদের পুনরায় কড়া বার্তা দেন তৃণমূল ‘সেনাপতি’। বলেন, “কোথাও কোথাও যদি কেউ নির্দল হয়ে দাঁড়ায়,পার্টির সঙ্গে বেইমানি করে,তাহলে সেই বেইমানগুলোকে দলে আর নেওয়া হবে না। পার্টির শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন। আমিও নই।”

 

(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....