আজ থেকে সংসদে শুরু হতে চলেছে বিশেষ অধিবেশন। যা চলবে আগামী পাঁচ দিন। অর্থাৎ ২২ সেপ্টেম্বর অবধি। আর সংসদের বিশেষ অধিবেশনে ৫ দিনই সংসদে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবারের সোম থেকে শুক্রবার পর্যন্ত সংসদের সব সভাতেই থাকবেন তিনি। বিশেষ অধিবেশন নিয়ে রবিবার সর্বদল বৈঠক হয়। তৃণমূলের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। ইন্ডিয়া জোটের দাবি, বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল আনতে হবে।
আরও পড়ুনঃ ফের পুলিশকে নিশানা দিলীপ ঘোষের
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে চর্চা চলছে। এই বিলটি নিয়ে এর আগে সরব হয় তৃণমূল। সূত্রের খবর, এদিনের বৈঠকে তৃণমূলের তরফে মহিলা সংরক্ষণ বিলের দাবিতে সমর্থন জানিয়েছে অন্য দলগুলি। কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক জয়রাম রমেশ জানিয়েছেন, বিধানসভা এবং লোকসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণের জন্য সংবিধান সংশোধন বিল আনেন মনমোহন সিং।
২০১০ এর ৯ মার্চ রাজ্যসভায় পাস হলেও, লোকসভায় বিলটি আনা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, রাজ্যসভায় বিল পাস হলে সেটি নষ্ট হয় না। ফলে অবিলম্বে বিলটি আনার দাবি তুলেছে কংগ্রেস। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন আশঙ্কা প্রকাশ করেন, চলতি অধিবেশনের জন্য সরকার যে কার্যবিবরণী তালিকা দিয়েছে তার বাইরেই কিছু বিল আনবে মোদি সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সূত্রের খবর, সর্বদল বৈঠকে সরকারের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর পুরনো সংসদ ভবনে বিদায়ী ভাষণ, অনুষ্ঠান হবে। পরদিন সকাল ১০টা থেকে ১০.৪৫টা পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের একসঙ্গে ছবি তোলা হবে এবং ১১টায় পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হবে।সাড়ে ১১টায় নতুন সংসদ ভবনে সকলে জমায়েত হবেন।
সরকারের বিভিন্ন বিল এবং অন্যান্য ইস্য়ু নিয়ে আলোচনা হবে নতুন সংসদ ভবনে ২০, ২১ এবং ২২ সেপ্টেম্বর। যদিও সর্বদল বৈঠকে তৃণমূলের তরফে দাবি করা হয়, ৫ দিনের বিশেষ অধিবেশনে একদিন রাখতে হবে বিরোধীদের তোলা সাধারণ মানুষের সমস্যাগুলি নিয়ে। আলোচনা হবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং রাজ্যগুলির বকেয়া পাওনা নিয়ে।” বাকি ২ দিন সরকারের কাজের জন্য বরাদ্দ করা হোক।