বিদেশ থেকে EDকে খোঁচা অভিষেকের, ‘সাহস নেই স্পষ্টভাবে অভিযোগ করার’, রাজনৈতিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-কে ব্যবহারের অভিযোগ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) । ‘সত্য সর্ব শক্তিমান, সত্যেরই জয় হবে’- ইডি-কে খোঁচা দিয়ে টুইট করলেন তৃণমূলের নম্বর টু। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি-কে খোঁচা দিয়ে অভিষেক কটাক্ষ করেছেন, দেশের প্রতি কেন্দ্রের এই সংস্থার যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। ইডি পুরোপুরি রাজনৈতিক মদতপুষ্ট হয়ে চলছে, অভিযোগ অভিষেকের।
এর আগেও প্রকাশ্য সভা থেকে এমনকি একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, ইডি-সিবিআই রাজনৈতিক নেতাদের কথায় চলে। এবার অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে যখন এত জলঘোলা, সেখানে দাঁড়িয়ে অভিষেকের এই টুইট যথেষ্টা ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অভিষেকের অভিযোগ, বাংলার বিরোধী দল বিজেপি, সঙ্গে ইডি-রও সৎসাহস নেই স্পষ্টভাবে কোনও অভিযোগ করার। বিদেশযাত্রা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই প্রেক্ষিতে ইডি-কে খোঁচা দিয়ে অভিষেকের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন – ভাঙড় বিধানসভায় এবার ৯টি থানা হতে চলেছে? কলকাতা পুলিশকে প্রস্তাব সংশ্লিষ্ট দফতরের
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
তবে এই প্রথম নয়, ইডিকে রাজনৈতিককারণে ব্যবহার করার অভিযোগ এর আগেও করেছে শাসকদল। ইডি-র একাধিকবার তলবের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে ইডি-র তলবের মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কুন্তল ঘোষের একটি চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিলেন তদন্তকারীরা। তখন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন। পাশাপাশি এও হুঁশিয়ারি দিয়ে রাখেন, যতই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হোক, পরিবারের সদস্য, স্ত্রী-সন্তানকে হেনস্থা করা হোক, তবুও তিনি অসত্যের কাছে মাথা নত করবেন না।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)