লকআপে থাকাকালীন এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ রণক্ষেত্র মুর্শিদাবাদের নবগ্রাম। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, একটা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময়। কিন্তু, আটক করার পরও তাঁকে কোর্টে তোলা হয়নি। নবগ্রাম থানার পুলিশ ৩ দিন ধরে গোবিন্দ ঘোষ নামে সিঙ্গার গ্রামের এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করার নাম করে আটকে রেখেছিল। এদিকে এদিন রাত ৮টার সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে খবর। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই লকআপে ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে। পুলিশ মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় বিক্ষুদ্ধ জনতা। পুলিশের সামনে বসে পড়ে গ্রামবাসীরা। বাধা দেন মৃতের বাবাও। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয়।
পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। চুরির ঘটনায় গোবিন্দ সত্যিই যদি যুক্ত থাকেন তাহলে কেন তাঁকে কোর্টে তোলা হল না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ক্যামেরার সামনে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও পুলিশ কর্তাই কিছু বলেননি।
আরও পড়ুন – নতুন মোড়কে সেজে উঠছে ৫০৮টি রেল স্টেশন, কেমন হবে সেই সজ্জা,
আরও পড়ুন – বিস্ফোরক মামলায় NIA-এর জালে তৃণমূল নেতা, আটক করে জেরা চালাচ্ছে NIA
মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, একটা চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময়। কিন্তু, আটক করার পরও তাঁকে কোর্টে তোলা হয়নি। মৃতের দাদার অভিযোগ, তাঁর সামনে পুলিশ তাঁর ভাইকে মারধর করেছে। তাতেই মৃত্যু হয়েছে গোবিন্দর। এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নবগ্রাম থানা এলাকা। ঘটনার প্রতিবাদে নবগ্রাম থানাতেও (Nabagram Police Station) ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)