সবুজ শাড়ি আর হাতে কাঁচের চুড়ি পড়ে মুম্বইতে ক্যাফে ভ্রমণ মনামীর

সবুজ শাড়ি আর হাতে কাঁচের চুড়ি পড়ে মুম্বইতে ক্যাফে ভ্রমণ মনামীর, মনামী ঘোষের ফ্যাশন আর স্টাইলে আচ্ছা আচ্ছা মডেলকে অনায়াসে টেক্কা দিতে পারেন। মনামীর বয়সের কাঁটা সেই একটা জায়গাতেই থেমে রয়েছে। বয়স তাঁর এক ফোঁটাও বাড়েনি। এই ২০ বছরে তাঁর শরীরে অতিরিক্ত মেদের পরত পড়েনি। আগেও ঠিক যেমন ছিলেন এখনও তাই রয়েছে। বরং দিনের পর দিন তাঁর বয়স যেন কমছে। অভিনয়ের পাশাপাশি মনামী খুব ভাল একজন দক্ষ নৃত্যশিল্পীও। যে কারণে প্রায়ই নিজের নাচের নানা ভিডিয়ো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ঘুরতে যেতে ভালবাসেন তিনি। সময় পেলেই বেড়িয়ে পড়েন সোলো ট্রাভেলে। ফ্যাশন নিয়েও মনামী ভীষণ সচেতন। যেভাবে তিনি এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করেন তা অনেকেই করেন না।

 

 

 

 

মনামীর ছবি আর হাসি দেখেই ফিদা তাঁর ফ্যানেরা। ছবি পোস্ট করার পর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে ভালবাসায়। দিবাস্বপ্ন দেখতে ভালবাসেন মনামী, সেই কথা তিনি নিজেও লিখেছেন তাঁর সোশ্যাল মিডিয়াতে।

 

 

 

আরও পড়ুন – সামনেই রাখী পূর্ণিমা! ভাইকে এদিনে এই রঙের রাখি রাশি মেনে, জেনে নিন,

 

 

 

 

সম্প্রতি মুম্বইতে গিয়েছিলেন মনামী। সেখানকার একটি ক্যাফেতে সময় কাটাচ্ছিলেন তিনি। ঘুরে দেখেন স্থানীয় দোকানপত্রও। মুম্বইয়ের বাজারে আর ক্যাফেতে সবুজ রঙের একটি হ্যান্ডলুম শাড়িতে দেখা গেল তাঁকে। একরঙা এই শাড়িতে কোনও রকম ডিজাইন নেই। সঙ্গে ডিপ কাট হলুদ-কালো কম্বিনেশনে সুতির একটি স্লিভলেস ব্লাউজ পরেছেন। একটা পিন করেই শাড়িটি পরেছেন। ডিপ কাটে সুস্পষ্ট বিভাজিকা। সঙ্গে দু হাতে দু গাছা নীল রঙের কাঁচের চুড়ি পরেছেন। ড্র্যাডিশন্যাল এই শাড়িতেই মনামীকে এত সুন্দর লাগছে যে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। এর সঙ্গে মেকআপটিও সুন্দর করেছেন তিনি। চুলে বেনি করেছেন, কপালে ছোট্ট কালো টিপ। আর আঙুল রাঙিয়েছেন কালো রঙের নেলপলিশে। বরাবরই মিষ্টি লাগে মনামীকে। এই শাড়িতে তাঁকে আরও বেশি সুন্দর লাগছে। বর্ষার প্রকৃতির সঙ্গেও ভীষণ মানানসই।